ভাইরাল হল মিম বানিয়ে, তৃণমূল ঘনিষ্ঠরা চাইছে ‘বন্ধুত্ব’
বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী আশ্বাস দিলেন ‘কমরেড’দের। আশ্বাস! কিসের চাকরির। না তিনি গদিচ্যুত করবেন তৃণমূলকে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া পাপিয়া অধিকারী এবার দলের হয়ে লড়বেন তৃণমূলকে করবেন উৎখাত।
মূলত এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাপিয়া অধিকারী বলেন যে, ‘যতদিন প্রাণ আছে দেহে আন্দোলন করে যাব, ফর এ বেটার বাংলা, ফর সোনার বাংলা’। আর এই কথাগুলিই সুর করে, নাটকীয় ভঙ্গিতে বলেছেন অভিনেত্রী। যা সবার চোখে আটকে গেছে। এই সুযোগই হাতছাড়া করেননি ফোটোগ্রাফার রাহুল গঙ্গ্যোপাধ্যায়। এরপরেই তিনি বানিয়ে ফেলেন এক ভিডিও। পাপিয়া অধিকারীর কথার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে দেন। সিরিয়ালের সুরে সেখানে কখনো বাজ পড়ছে, কখনো দুঃখের মিউজিক বাজছে। আর এই মিমটাই ভাইরাল হয়ে গেছে নেট জগতে। যা ইতিমধ্যেই ১৮ হাজার ভিউ ছড়িয়ে গেছে।
রাজনৈতিক নেতানেত্রীদের ভিডিও পোস্ট করলে হুমকির সম্মুখীন হতে হয়। তবে এখনও পর্যন্ত এরকম কোনও হুমকি পাননি বলে জানালেন রাহুল। সবাই মজার ছলেই নিয়েছে ভিডিওটিকে আর ফেসবুকে শুধু ফ্রেন্ড রিকুয়েস্ট আসছে তৃণমূলের বিভিন্ন মানুষের।