ভারত আমেরিকার কাছে ২১৬০০ কোটি টাকা পায়

বিশ্বের সবথেকে বড় অর্থব্যবস্থা হিসেবে গণ্য হয় আমেরিকা। কিন্তু সেই আমেরিকারই ঋণের দায়ে জর্জরিত। শুধু ভারতের কাছেই ২১৬০০ কোটি ডলার ঋণ রয়েছে আমেরিকার। সবমিলিয়ে ধারের হিসেব ২.৯ লক্ষ কোটি ডলার। ওদেশের পার্লামেন্টের এক সদস্য বলেছেন, এই আকাশছোঁয়া ঋণের বিষয়ে নেতৃত্ব স্থানীয়দের সতর্ক করা হয়েছে। নেতার কথায়, সামগ্রিক দেনার যা পরিমাণ তা দেশের মানুষের গড় ঋণের চেয়েও অনেক বেশি। সবথেকে বেশি ঋণ রয়েছে চীন এবং জাপানের কাছে যারা কেউই প্রকৃতপক্ষে আমেরিকার বন্ধু দেশ নয়, বলছেন কংগ্রেসম্যান অ্যালেক্স মুনি।
মুনি বলছনে, আমরা চীনের সঙ্গে ব্যবসায়িক লড়াইতে জড়িয়ে আছি হরদম। ওদের কাছেই রয়েছে বিস্তর ঋণ। চীন এবং জাপান, দুই দেশের কাছেই ১০,০০০ হাজার কোটির ওপর করে ধার রয়েছে।’ জানুয়ারি মাসে কোভিড নিয়ন্ত্রণে ১.৯ ট্রিলিয়ন ডলার ত্রাণের ব্যবস্থা করেছিল আমেরিকার সরকার। ওয়েস্ট ভার্জিনিয়ার সেনেটর মুনি এবং আরও অনেকে এই বিপুল অর্থপ্রকল্পের বিরোধিতা করেছিলেন। তিনি বলছেন, ‘এই টাকা আমাদের ফেরত দিতে হবে তাদের, যারা ঠিক মন থেকে আমাদের ভালবাসে না। ব্রাজিল পায় ২৫৮ বিলিয়ন, ভারত পায় ২১৬ বিলিয়ন। বিদেশের কাছে আমাদের অনেক ঋণ।’

শেয়ার করতে:

You cannot copy content of this page