ভোটকে কেন্দ্র করে একই দিনে শাসক দল ও বিরোধী দলের জনসভায় সরগরম রাজনৈতিক মহল

গতকালই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বাংলায় এবার ২৭ মার্চ থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত একদফায় সর্বাধিক ৪৫টি আসনে সর্বমোট ৮ দফায়, একমাস ধরে ভোটপর্ব চলবে।ভোটের ফলাফল ২ মে।

আজ পশ্চিম মেদিনীপুরে রোড শো করবেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে দাসপুর থেকে ঘাটাল পর্যন্ত রোড শোয়ে যোগ দেবেন তৃণমূল সাংসদ। অন্যদিকে, ডানলপে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটের দিন ক্রমশ এগিয়ে আসতেই সরগরম হয়ে পড়েছে রাজ্যের রাজনৈতিক মহল।

শেয়ার করতে:

You cannot copy content of this page