ভোটের আগে নতুন নিয়ম, ভুয়ো পোস্ট করলেই ডিলিট করা হবে
প্রতিবারই নির্বাচনের সময়কালীন ভারত তথা বিশ্বজুড়ে রাজনৈতিক বিষয়ক নানা ভুয়ো খবর-ছবি, মিথ্যা পোস্টে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলে। এর জেরে বিভিন্ন মানুষের ওপর নানা বিরূপ প্রভাব ফেলে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংস্থার পলিসি-বিরুদ্ধ কোনও কনটেন্ট যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই,ভারতের ৪০ কোটি ব্যবহারকারীর উপর ফেসবুক নতুন প্রযুক্তির মাধ্যমে অ্যাগরিদমে হেট স্পিচ-এর বিভিন্ন শব্দ স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে। কোনও উষ্কানিমূলক মন্তব্য, ভিডিয়ো, ছবি বরদাস্ত করা হবে না। এছাড়াও ভুয়ো অ্যাকাউন্ট গুলির বন্ধ করার ব্যাপারে উদ্যোগী হবে ফেসবুক।এর পাশাপাশি ‘ভোট দিতে গেলে করোনা হবে’ এরকম জাতীয় পোস্ট ফেসবুকে দিলে সাথে সাথে তা ফেসবুক কর্তৃপক্ষ মুছে দেবে।একটি ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, ভোটারদের উৎসাহ এবং সঠিক তথ্য দিয়ে ফেসবুকে আমরা প্রত্যেককে ভোটাধিকারের বিষয়ে সচেতন করে তুলতেই আমাদের এই উদ্যোগ।