ভোটের প্রচারে তৃণমূলের বিভিন্ন স্লোগানে দেওয়াল লিখন শুরু মাথাভাঙায়

মাথাভাঙ্গা,দেবস্মিতা ঘোষ: নির্বাচন এলেই দেওয়াল লিখন হবেই। দলের স্লোগানে ভরে উঠবে দেওয়াল, এমনটাই তো হয়ে আসছে বছরের পর বছর। ভোটের ঘন্টা বেজে গেছে। কোচবিহার জেলার ৯ টি বিধানসভা এলাকায় ১০ এপ্রিল একুশের বিধানসভা নির্বাচন। আর তাই, মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে নিশিগঞ্জ বাজার সংলগ্ন স্থানে তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা ২ নং ব্লকের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর সাবলু বর্মন এর নেতৃত্বে অভিনব স্লোগান দিয়ে ইতিমধ্যে দেয়াল লেখার কাজ শুরু করে দিয়েছেন দলীয় কর্মীরা।

“বাংলা নিজের মেয়েকেই চায়”, “আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না”, “বাংলা আমার বাংলা রবে, বন্ধু এসো খেলা হবে” এইসব অভিনব স্লোগানে লেখা দেওয়াল লিখন দেখতে এলাকার মানুষও ভিড় করছেন।

প্রসঙ্গত এবারের নির্বাচন একটু যেন আলাদা। তৃণমূল এবং বিজেপির কাছে  যুযুধান লড়াই। এই লড়াই যে কোনো মূল্যে জেতার চেষ্টা করে যাচ্ছেন দু’দলই। তার সঙ্গে সমান ভাবে টক্করে এবার বাম-কংগ্রেস-আব্বাসের জোট।  তাই ভোটের ময়দান এবার সরগরম।

শেয়ার করতে:

You cannot copy content of this page