ভ্যালেন্টাইন ডে কার সঙ্গে কাটালেন সারা আলি খান
এমনিতেই ২০২০ সালটা খুব একটা ভালো যায়নি তাঁর। কিছু না কিছু নিয়ে সবসময় চর্চায় আছেন তিনি। বলিউডের অন্যতম অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন অভিনয়ের গুণে। সেই সারা আলি খান কীভাবে কাটালেন এবারের ভ্যালেন্টাইন ডে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সারাকে দেখা গেল লাল ড্রেসে। যেখানে তাঁর সঙ্গে রয়েছে গার্লস গ্যাং। আর সবার হাতেই একটা করে লাল গোলাপ। যা দেখে সবার ধারণা ভ্যালেন্টাইন্স ডে গার্লস গ্যাং-এর সঙ্গেই কাটিয়েছেন সারা। তবে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু উল্লেখ করেননি।
View this post on Instagram
লাল রঙের ড্রেস কোডে বান্ধবীদের সঙ্গে সারা। সময় কাটাচ্ছেন বেশ খোশ মেজাজেই। ক্যামেরার সামনে পোজও দিচ্ছেন। কিছুদিন আগে মা অমৃতা সিং, ভাই ইব্রাহিমকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন সারা।
সারা আলি খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুলি নং ১’ অতটা বক্স অফিসে সাফল্য না পেলেও, হাতে এখন অনেক কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী।