ভয়াবহ ধস হিমাচলের কিন্নরে! এখনও ধ্বস নেমেই চলেছে  

তৃতীয়পক্ষ ওয়েব, কিন্নর- ফের ভয়াবহ ধস হিমাচল প্রদেশের কিন্নর এলাকায়। পাহাড় থেকে ভেঙে পড়া পাথরের চাঁইয়ে চাপা পড়েছে একটি যাত্রীবাহী বাস, একটি লরি এবং একাধিক গাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ৪০-৫০ জন। অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আইটিবিপি জওয়ানরা। উদ্ধারকার্য দ্রুত গতিতে শুরু হয়েছে। NDRF দল-সহ অন্যান্য উদ্ধারকারী দলকেও সেখানে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ হিমাচলের কিন্নর জেলার নেইগাল সারিতে ধস। বর্ষার শুরু থেকেই হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। এদিন দুপুরেও একইভাবে ধস নামে কিন্নর জেলায়। সেই সময় ওই পথ ধরে যাচ্ছিল হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। পাথরের ধাক্কায় বাস থেকে চালক ছিটকে পড়ে যান। স্থানীয় বিধায়ক জগৎ সিং জানিয়েছেন, বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। বাস থেকে পড়ে যাওয়া ওই চালককে উদ্ধার করা হয়েছে, তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। তবে পাহাড় থেকে ক্রমাগত পাথর গড়িয়ে পড়ায় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলেছেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্রসঙ্গত গত ২৫ জুলাইতেও কিন্নরে ধ্বস নামে। এই ঘটনায় নয়জনের মৃত্যু হয় ও তিনজন আহত হন।

শেয়ার করতে:

You cannot copy content of this page