মমতাকে কটাক্ষ করে মোদীর ভাষণ, তৃণমূলের হার নিশ্চিত তাই এতো অভিযোগ
বাংলায় ভোট পর্বের মাত্র দুই দফা নির্বাচন শেষ হয়েছে। এখনো চলছে বিরোধীদল ও শাসক দলের মধ্যে উস্কানিমূলক মন্তব্যের মধ্য দিয়ে ঠান্ডা লড়াই। দু পক্ষই একে অন্যের হার এর অংক সামনে এনে তাদের মানসিকভাবে আঘাত করতে বদ্ধপরিকর। আজ হুগলির হরিপালের সভা থেকে নরেন্দ্র মোদি সেরকমই মন্তব্য করে বলেন যে, নিজেদের সমস্যা আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নির্বাচন কমিশন বা নিরাপত্তাবাহিনীর দিকে অভিযোগ তুলছে এবং দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে তিনি বলেন যে,”আপনার হার নিশ্চিত। আপনি স্বীকার করুন। হুগলির মানুষের আওয়াজ শুনুন। নির্বাচন খেলা নয়, গণতন্ত্র খেলা নয়, গণতন্ত্র মানুষের সেবার পথ। মানুষের উন্নতির পথ। আপনি সবই ভুলে গিয়েছেন। বাংলার লোকের সঙ্গে তাই বিশ্বাসঘাতকতা করেছেন।”এছাড়াও মমতা সিঙ্গুরের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে এই অভিযোগও মোদি করেছেন।
উল্লেখযোগ্য যে, মোদীর সভার আগেই অনুষ্ঠিত হওয়ার তৃণমূলের সভায় তৃণমূল সভাপতি যশোবন্ত সিং অভিযোগ করে বলেন যে প্রথম দুই দফার ভোট নির্বাচন বিজেপিকে নিরাশ করা তারা এইসব বিরূপ মন্তব্যের মাধ্যমে জনগণকে সুকান্ত করে নিজের দলের ভোট পাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি তৃণমূল থেকে দাবি করা হয় যে বিজেপি টাকা দিয়ে মানুষকে নিয়ে নিজেদের দলে টানছে।অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয় বিজেপির তরফ থেকে। মোদি প্রসঙ্গে বলেন যে, টাকা দিয়ে মানুষ কিনে নেওয়ার কথা বলে মমতা বাংলার মানুষকেই অপমান করছে। তবে সমস্ত ঘটনা সত্য মিথ্যা যাচাই করে জনগণ কোন পক্ষকে বেশি সমর্থন করে বেছে নেয় বাংলার মসনদে বসার জন্য এটাই এখন দেখার।