মহাকাশে রওনা দিলো প্রধানমন্ত্রীর ছবি এবং একটি ই-গীতা

শ্রীহরিকোটা: রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয় ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল-সি ৫১। ২০২১-এ এই প্রথম রকেট উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গাানাইজেশন (ইসরো)। সেই রকেটেই মহাকাশে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর ছবিএবং একটি ই-গীতা। ইসরো প্রধান কে শিবন জানান, এই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরে ভারত ও ইসরো গর্বিত। স্যাটেলাইটটি সম্পূর্ণ সুরক্ষিত আছে বলে তিনি জানান। পিএসএলভির মাধ্যমে ব্রাজিলের ৬৩৭ কেজি ওজনের একটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। উপগ্রহটির নাম ‘অ্যামাজোনিয়া-১’। এছাড়াও চেন্নাইয়ের স্পেস কিডজ ইন্ডিয়া-র তৈরি ১৮টি ছোট কৃত্তিম উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে পিএসএলভি-সি ৫১।

শেয়ার করতে:

You cannot copy content of this page