মাথাভাঙায় হিন্দুস্তান মোড় এলাকায় লরির ধাক্কায় মৃত্যু দুই বছরের শিশুর

মাথাভাঙা,দেবস্মিতা ঘোষ:

আজ সকালে মাথাভাঙ্গা ২ ব্লকের হিন্দুস্তান মোড় এলাকায় লরির ধাক্কায় স্পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বছর বয়সী এক শিশুর। জানা গিয়েছে,শিশুটির নাম গৌরব বর্মন(২)। বাড়ি দক্ষিণ বরাইবাড়ি সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানান, এদিন সকাল সাতটা নাগাদ ঠাকুরদার সাথে বাজার করে বাড়িতে ফেরার সময়ে মোটরবাইকে উঠতে গিয়ে মাথাভাঙ্গার দিক থেকে আসা কোচবিহারমুখী একটি আলুবোঝাই লরির পেছনের চাকায় স্পিষ্ট হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।আর দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে

শেয়ার করতে:

You cannot copy content of this page