মাদক কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, বিস্ফোরক পামেলা
পামেলা গোস্বামীকে জিজ্ঞাসাবাদের পর লালবাজারের গোয়েন্দাদের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের দাবি, পামেলা জেরায় স্বীকার করেছে রাকেশ সিং তাঁকে কোকেন সরবরাহ করতেন। যার মধ্যস্থতা করত দুই লিঙ্কম্যান। তারাই রাকেশ সিং-এর থেকে কোকেন নিয়ে পামেলাকে পৌঁছে দেওয়ার কাজ করত। গোয়েন্দারা এবার সেই দুই ব্যক্তির খোঁজ করছেন।
এখানে প্রশ্ন উঠছে রাকেশ সিং-এর কাছে এত কোকেন আসত কোথা থেকে। আজ ভোররাতে কলকাতা পুলিশের একটি দল রাকেশ সিং-কে বর্ধমান থেকে নিয়ে আসেন। রাকেশ সিং এখন লালবাজারের সেন্ট্রাল লক আপে বন্দী। তবে রাকেশ সিং সমানে বলে আসছেন, পামেলা তাঁকে ফাঁসিয়েছে। এবার দুজনকে একযোগে বয়ান মিলিয়ে দেখা হবে বলে কলকাতা পুলিশের বক্তব্য।
মঙ্গলবার বর্ধমান থেকে রাকেশ সিংকে গ্রেফতার করা হয়। নাকা চেকিং-এ রাকেশ সিং ও তাঁর গাড়ির চালককে আটক করা হয়। সেই গাড়িটিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রাত ১১টা ৩০-এ গলসি পৌঁছয় কলকাতা পুলিশের ছয় সদস্যের একটি দল। রাকেশকে লালবাজারে আনা হয়।
গতকাল গ্রেফতারের পর রাকেশ সিং বলেন, “আমাকে এভাবে ফাঁসিয়ে, আমাকে জেলে ঢুকিয়ে তৃণমূল কখনই ক্ষমতায় আসবে না। আমার বাড়ির ভিতর পুলিশ ঢুকিয়ে, ছেলেদের গ্রেফতার করিয়ে কি তৃণমূল আর ক্ষমতায় আসবে ভাবছেন? এটা লজ্জা। ভীষন লজ্জার ব্যাপার।”
প্রসঙ্গত আজ রাকেশ সিং-এর দুই ছেলেকে আদালতে তোলা হবে। পুলিশের কাজে বাঁধা দেওয়ার জন্যে তাঁদের গতকালই আটক করে পুলিশ।