যে মুহুর্তেরা গুনে নিতে থাকে সময়

ছবি- সন্দীপন ভৌমিক

লেখায়- অনিন্দিতা রায় 

 

যে পথ ধরে ফিরে গেছ। বাতিস্তম্ভের নিয়ন আলোয় রেখে গেছ ছাপ। আর শব্দ জুড়ে মৌন মুখর কিছু আলাপ। ছায়াপথে তোমার নীরব বয়ে চলা।

ঝলমলে রোদ্দুর আর পাহাড়ি পথের গল্পে অনেকটা এগিয়ে গেছে পথ। ওপাশে পাইনের বনে গাঢ় সবুজ রঙ তোমার কপালের টিপের কথা মনে করিয়ে দিচ্ছিল বার বার।

রাঙামাটির পথে একটা স্বপ্ন রেখে এসেছি। মেঠো পথ, শিশির ছোঁয়া পায়ে নত হয়েছি বার বার। তুমি বরং এরকমই ভালো থেকো।

বরফের দেশে সবুজ নেই। আলোয় মায়া হয়ে থাকে স্বর্গরাজ্য। আমরা লাইন ধরে এগিয়ে চলি আর ভেবে নিই এই তো মহা জীবন।

সময় থমকে গেছে এখানে। যেভাবে তুমি সামনে এলে থমকে যায় সব। আমি মিটমিট হাসি। বাউণ্ডুলে জীবনে দু’দণ্ড সুখ খুঁজে নিই এভাবেই।

নদীর মতো বয়ে চলতে জানো তুমি। এভাবে বয়ে যেতে যেতে অন্য কোনও একদিন আমরা স্বপ্ন খুঁজে নেবো আমাদের শহরের ভেতর।

মৌনতার ভিড়ে আজ সব রঙ মিশে নীল হয়ে গেছে। এরপর বলতেই পারো… নীল মানেই শূন্যতা। আর শূন্যতা মানেই অনেকখানি ভালো থাকা।

ঠিক ওদিকে স্বপ্নের সহাবস্থান। আমাদের যাওয়ার কথা ওদিকেই। নীল জল বসন্ত পেরিয়ে আরও কিছুটা গিয়ে ঈশ্বরের বাড়ি।

যাক যা গেছে তা যাক। তবু চায়ের কাপে উষ্ণতা আসুক পাহাড়ি উপত্যকার সময়ে।

শেয়ার করতে:

You cannot copy content of this page