রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত মাথাভাঙার শীতলখুচি প্রাক্তন বিধায়ক হিতেন বর্মণ

মাথাভাঙা,দেবস্মিতা ঘোষ: আগামী একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম না থাকায় গতকাল রাতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের শীতখুচির বিধায়ক হিতেন বর্মণ। জানা গিয়েছে,৫ মার্চ প্রকাশিত প্রার্থী তালিকাতে তাঁর জায়গায় দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে শীতলখুচি থেকে প্রার্থী করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য,পেশায় স্কুল শিক্ষক হিতেন বাবু ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে সাংসদও হয়েছিলেন। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে প্রথমবার ২০১১ সালে শীতলখুচি কেন্দ্র থেকে বিধায়ক হন। পরের বার ২০১৬ সালেও ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জয় পেয়েছিলেন তিনি। এরমধ্যে কিছুদিনের জন্য বন দফতরের মন্ত্রী পদেও ছিলেন।

হিতেন বাবু বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে অবসর দিয়েছেন। তাই এই বিধানসভা নির্বাচনে আমি কোন রকমের প্রচারে অংশ নেব না। বাড়িতে বসে থাকবো। রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিলাম। নির্বাচনের পরে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো।” এসব জানিয়ে দিয়ে দলের নেতৃত্বের উপড়ে যে ক্ষুব্ধ সেটাও বুঝিয়ে দিয়েছেন।তবে,হিতেন বাবুর এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

শেয়ার করতে:

You cannot copy content of this page