রাজ্যে ভোট ৮ দফায়, জেনে নিন কবে কবে

মার্চ অবদি গড়াল না, তাঁর আগেই প্রকাশিত হলো নির্বাচনের দিন। আজ নির্বাচন কমিশন ঘোষণা করল বাংলা সহ পাঁচ রাজ্যের ভোটের সময়। সব থেকে হাই প্রোফাইল ইলেকশন হতে চলেছে এবার বঙ্গে। যেখানে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। তবে লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

পশ্চিমবঙ্গে ভোট হবে ৮ দফায়।

প্রথম দফা

৩০ টি আসনে হবে। ২৭ মার্চ ভোট। (পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১)।

দ্বিতীয় দফা  

৩০ টি আসনে  ভোট হবে। ১ এপ্রিল। (বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর – ২, পূর্ব মেদিনীপুর – ২, দক্ষিণ ২৪ পরগনা – ১)।

তৃতীয় দফা

৩১ টি আসনে ভোট হবে। ৬ এপ্রিল।

চতুর্থ দফা

৪৪ টি আসনে  ভোট হবে। ১০ এপ্রিল ভোটগ্রহণ (হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)।

পঞ্চম দফা  

৪৫ টি আসনে ভোট হবে। ১৭ এপ্রিল ভোট (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি)।

ষষ্ঠ দফা  

৪৩ টি আসনে ভোট হবে। ২২ এপ্রিল । (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর)।

সপ্তম দফা 

৩৬ টি আসনে ভোট হবে। ২৬ এপ্রিল (মালদহ -১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)।

অষ্টম দফা  

৩৫ টি আসনে ভোট। ভোট ২৯ এপ্রিল (মালদহ -২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম)।

শেয়ার করতে:

You cannot copy content of this page