লাগামছাড়া মূল্যবৃদ্ধি পেট্রোলের! অভিনব প্রতিবাদে তৃণমূল সাংসদরা
তৃতীয়পক্ষ ওয়েব- একের পর এক বাড়তে বাড়তে সেঞ্চুরি পার করে ফেলেছে পেট্রোলের মূল্য। সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চেপে সংসদ ভবনে গেলেন তৃণমূল সাংসদরা। এই প্রতিবাদ যে তাঁরা করবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল। কার্যত পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃষ্টিভেজা সকালে রাজধানীর পথে সাইকেল নিয়ে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, অর্পিতা ঘোষ, শান্তনু সেন এবং আরও অনেকে।
এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রতিবাদের সবে শুরু। প্রধানমন্ত্রী পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে চুপ হয়ে আছেন। তাই আমাদের কথা বলতেই হতো। আজ থেকে আমরা প্রতিবাদ শুরু করলাম। গোটা দেশকে এই প্রতিবাদ পথ দেখাবে, আশা করি’।
ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ এসে উপস্থিত, তার মধ্যে রাজ্যে রাজ্যে ভ্যাকসিনের কমতি, কৃষিবিল নিয়ে উত্তেজনা। সবকিছু নিয়ে এবার সংসদ উত্তাল হওয়ার পথে। এরমধ্যে যদিও বিজেপির সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, বিরোধীদের সব প্রশ্নের সম্মুখীন হতে প্রস্তুত কেন্দ্র। এদিন সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই কথা জানালেন।
এদিন সংসদের অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখতে শুরু করলে প্রবল হট্টগোল শুরু করেন বিরোধীরা। যা দেখে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন, দেশ নতুন মহিলা মন্ত্রী, দলিত মন্ত্রী পেয়েছে, সেটা অনেকের পছন্দ হচ্ছে না। বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই বক্তব্য বন্ধ করে দিতে বাধ্য হন মোদি।
জানা গিয়েছে যে, আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষেই পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে নোটিশ দেবে তৃণমূল। অন্যদিকে রাজ্যসভায় দলের সচেতক সুখেন্দুশেখর রায় ২৬৭ ধারায় অন্যান্য সব কর্মসূচি বন্ধ রেখে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্যে নোটিশ দেবেন বলে তথ্য সূত্রে জানা গিয়েছে।
ছবিসূত্র- ফেসবুক