‘শামিল হয়েছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে’ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শুক্রবার ঢাকায় শেখ মুজিবের শতবর্ষ অনুষ্ঠানে দাবী করলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শামিল হয়েছিলাম’। স্মৃতিচারণা করে বললেন, ‘জীবনের শুরুর দিকে যেসব আন্দোলনগুলি ছিল, তারমধ্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ছিল অন্যতম’।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন বাংলাদেশের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। আর তা শুধু আজকের নয়, মুক্তিযুদ্ধের সময় থেকে। তাঁর কথায় ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আমার কাছে অন্যতম ছিল। তখন আমার বয়স ছিল ২০-২২ বছর বয়স’। যখন আমি ও আমার বন্ধুরা সত্যাগ্রহ আন্দোলন করছিলাম, তারপর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শামিল হয়েছিলাম। স্বাধীনতার সমর্থনে শামিল হওয়ায় গ্রেফতার হতে হয়েছিল আমাকে। জেলেও গিয়েছিলাম আমি।
নরেন্দ্র মোদী জানান, ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সমাজের সব স্তর থেকেই সমর্থন ছিল। সেইসময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে যথাসাধ্য সাহায্য করেছিলেন। তাঁর ভূমিকা সর্বজনবিদিত। ভারত ও বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যাবে সবক্ষেত্রে। বন্ধুত্বের হাত বাড়ানো থাকবে সবসময়ই। পারস্পরিক বিশ্বাস আমাদের আরও দৃঢ় করে তুলবে রাজনৈতিক সম্পর্ক।