সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার সারলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মণ
কোচবিহার,দেবস্মিতা ঘোষ: আজ মরিচবাড়ি খোলটা অঞ্চলের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের দরবারে নির্বাচনী প্রচার সারলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মণ।
আজ,সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে তিনি জয়ী হলে মন্ত্রীরা তাদের নিজস্ব দপ্তরের দায়িত্ব পাবেন,এই এলাকায় যেসব কাজ করার বাকি আছে, সেই সমস্ত কাজ তার দপ্তর থেকে করে দেওয়া সম্ভব হবে এবং তার সাথে আগামী দিনগুলোতে নতুন কাজ করতে কোন সমস্যা হবেনা।
তবে তিনি অনেকটাই আশাবাদী জয়ের ব্যাপারে, কারণ- প্রচারে যে-রকম সাড়া পাওয়া যাচ্ছে তাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ তৃনমূলকেই জয়ী করবেন বলে তাঁর বিশ্বাস।