সাইকেলে চেপে দেশব্যাপী মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাথাভাঙার এক ব্যক্তি
মাথাভাঙা,দেবস্মিতা ঘোষ: আজ মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড় থেকে শিশির বর্মণ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনহিতকর প্রকল্প গুলোকে প্রচারের আলোয় তুলে ধরতে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের নাম লেখা ফেস্টুন গায়ে জড়িয়ে দেশ জুড়ে সাইকেল যাত্রায় বের হলেন। তিনি প্রত্যেকদিন ১০০ কিলো মিটার সাইকেল যাত্রা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি করোনা নিয়েও মানুষকে সচেতন করার কাজ করবেন বলে শিশির বাবু জানিয়েছেন।
শিশির বর্মণ বলেন, “এরাজ্যের মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা বিভিন্ন প্রকল্প গুলো সম্পর্কে জানতে পারে। এছাড়া দেশের অন্যান্য রাজ্য গুলো যাতে এই প্রকল্প গুলো চালু করার উদ্যোগ নিয়ে সেখানকার মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে, সেই লক্ষ্যেই তাঁর এই সাইকেল যাত্রা।”
তৃণমূল কংগ্রেস নেত্রী কল্যাণী পোদ্দার বলেন,’এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।এতে মুখ্যমন্ত্রীর প্রকল্প গুলোর বিষয়ে অন্য রাজ্যে থাকা মানুষেরাও জানতে পারবে।’ নির্বাচনের আগে শিশির বাবুর সাইকেল র্যালি রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও অনেকেটাই সুবিধে জনক হবে বলে মনে করা হচ্ছে।