স্বপ্নের উড়ান
পিনাকী চৌধুরী।। খুব সাধারণ পরিবারে জন্ম চন্দ্র শেখর ঘোষের । তাঁর পিতা ছিলেন একজন মিষ্টান্ন ব্যবসায়ী। আর্থিক স্বচ্ছলতা তেমন একটা ছিল না , কিন্তু চন্দ্র শেখর ঘোষের পিতা চাইতেন যে তাঁর জ্যেষ্ঠ পুত্র সমাজে পাঁচ জনের একজন হোক । ছোটোবেলায় চন্দ্র শেখর ঘোষ দুধ বিক্রিও করেছেন। কিন্তু আজ তিনি বন্ধন ব্যাঙ্কের সিইও ! তবে চন্দ্র শেখর ঘোষের জীবনের যাত্রাপথে অনেক চড়াই উতরাই ছিল এবং সেই সমস্ত প্রতিকূলতাকে তিনি জয় করে আকাশে ডানা মেলেছেন ! অতীতের একসময় তিনি পাঁচ হাজার টাকার মাসিক বেতনে সাধারণ চাকরিও করেছেন। কিন্তু এক অদম্য ইচ্ছাশক্তি এবং মনের জোরে চন্দ্র শেখর ঘোষ আজ সত্যিই যেন মুক্তিপথের অগ্রদূত ! ১৯৯০ সাল নাগাদ তিনি ব্যাতিক্রমী কিছু ভাবলেন। মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করবার লক্ষ্য নিয়ে তিনি একটি এনজিওর প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন।
ত্রিপুরার আগরতলায় জন্মগ্রহণ করা সেই চন্দ্র শেখর ঘোষের যেন তখন দু’চোখ জুড়ে স্বপ্ন ! সেখানেও থেমে থাকলেন না তিনি । চন্দ্র শেখর ঘোষ বিলক্ষণ জানতেন যে, মহিলাদের আর্থিক স্বচ্ছলতা যদি আসে ঋণদানের মাধ্যমে, তাহলে দেশ তথা দশের উন্নতি ! অবশেষে তাঁর চূড়ান্ত স্বপ্ন সফল হল ! বন্ধন ব্যাঙ্কের আজ সারা দেশে কমবেশি ২০০০ শাখা রয়েছে এবং যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা ! তবে এখানেই শেষ নয়, আগামী ২০২২ সালে চন্দ্র শেখর ঘোষ বিশ্ব পর্যায়ে একটি আন্তর্জাতিক ক্ষুদ্রায়ণ সংস্থা খুলে প্রায় ১ কোটি মানুষকে সেবার আওতায় আনতে চান । সত্যিই এ যেন এক স্বপ্নের উড়ান ।