হাথরস কাণ্ডে মেয়ের যৌন হেনস্তার প্রতিবাদ করায় বাবাকে গুলি করে খুন
আবারও যৌন হেনস্থার ঘটনায় খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরাস।সোমবার দিল্লি থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত জানা গিয়েছে, ২০১৯ সালে গৌরব শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে হাথরাসের এক যুবতীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে জামিনে ছাড়াও পায় সে।
গতকাল, সোমবার সন্ধে নাগাদ নির্যাতিতার পরিবারের সঙ্গে বচসা বাধে ওই যুবকের। অভিযোগ, তখনই যুবতীর বাবাকে গুলি করে গৌরব। মারা যান যুবতীর বাবা। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে,সোমবার গৌরবের মা ও কাকিমা গ্রামেরই একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানেই ছিলেন ওই তরুণী ও তাঁর বাবা। ওই মহিলা তর্ক শুরু করেন বাবা-মেয়ের সঙ্গে। এরপরই সেখানে ঢুকে পড়েন গৌরব শর্মা। গৌরব কয়েকজন ছেলেকে ডেকে আনেন। গুলি করা হয় তরুণীর বাবাকে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
অন্যদিকে অভিযোগকারী তরুণীরও একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মেয়েটি চিৎকার করে বলছেন “দয়া করে আমাকে বিচার দিন। আমার সঙ্গে ন্যয় করুন। প্রথমে আমাকে যৌন হেনস্তা করা হল। এখন আমার বাবাকে গুলি করে খুন করা হল। এই ঘটনায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (NSA) অনুযায়ী এই ঘটনার কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, যোগীর রাজ্যে এরকম নৃশংসতা নতুন নয়। এর আগেও এক দলিত মহিলা চারজন উচ্চবর্ণের যুবকের গণধর্ষণের শিকার হন। সেই ঘটনার ১৫ দিন পর তার মৃত্যু হয়। যা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছিল একসময়। প্রতিবাদীর মুখ বন্ধ করার প্রবণতা থেকেই গিয়েছে। এই ঘটনা আবারও সেই প্রমানই দিল।