১০ উইকেটে জয় ভারতের, ৪০০ ক্লাবে অশ্বিন

মোতেরা টেস্টে ১০ উইকেটে বিশাল জয় পেল ভারত। আবার ৪০০ টেস্ট উইকেটের ক্লাবে প্রত্যাশিত ভাবেই এসে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে দু দিনের মধ্যে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়া খানিকটা অপ্রত্যাশিত। টেস্ট ম্যাচ হিসেবে সঠিক উদাহরণ নয়। এই পিচের কন্ডিশন হিসেবে পিচ নিয়ে রিপোর্ট জমা পড়ার আশঙ্কা কিন্তু নেটিজেনদের মধ্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।

ঘরের ছেলে অক্সর পটেল এর ইনিংসে ১০ উইকেট নেওয়া স্বাভাবিক ভাবেই তাকে ম্যান অফ দ্য ম্যাচ করেছে। আমরা আশা রাখবো পরবর্তী টেস্টে ভারতের অল রাউন্ড পারফরম্যান্স এর সাথে সাথে সঠিক টেস্ট ম্যাচের উদাহরণ হয়ে থাকুক। মোতেরা টেস্ট জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন।

শেয়ার করতে:

You cannot copy content of this page