১২ টি ভারতীয় সংস্থা হ্যাক করার চেষ্টা চিনা হ্যাকারদের

একদিকে অশান্তির বাতাবরণ, তারমধ্যেই ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাক করার চেষ্টা করল বেজিংয়ের ছায়ায় থাকা হ্যাকাররা। এক মার্কিন সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০২০-র মাঝামাঝি সময় থেকেই ভারতের ১২টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় একাধিকবার ঢোকার চেষ্টা করেছে সেই গোষ্ঠীগুলো।

সাইবার-কর্মকাণ্ড নজর রাখার জন্য তৈরি ‘রেকর্ডেড ফিউচার’ নামে এক সংস্থা জানিয়েছে, ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদক সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এবং আরও পাঁচটি আঞ্চলিক লোড ডেসপ্যাচে হানা দেয় ওই হ্যাকাররা। এর মধ্যে যে ১২টি সংস্থায় হ্যাকার অ্যাটাক হয়, সেগুলি সবই গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত বছর মে থেকে পূর্ব লাদাখে সংঘাত শুরু হয়েছিল। তখন থেকেই চিনা মদতপুষ্ট গোষ্ঠিগুলি হ্যাক করার চেষ্টায় উঠে পড়ে লেগেছিল। যারমধ্যে কয়েকটি হ্যাকিং গোষ্ঠীর সঙ্গে চিনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং চিনা সেনার সঙ্গে প্রত্যক্ষ যোগসূত্র আছে। শুধুমাত্র বৈদ্যুতিক ক্ষেত্রই নয়, ভারতের একাধিক সরকারি এবং প্রতিরক্ষা সংস্থার নেটওয়ার্কে হানার দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই সময় থেকেই।

চিনা হ্যাকাররা ভারতীয় সংস্থার নেটওয়ার্কে ম্যালওয়ার ঢুকিয়ে দেওয়ার জন্য আসলে কোনও বিঘ্ন ঘটেছিল কিনা তা নিশ্চিতভাবে জানাতে পারেনি মার্কিন সংস্থা। তবে ওই রিপোর্টে ১৩ অক্টোবর মুম্বইয়ের বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের উল্লেখ আছে। যে ক্ষেত্রে রাজ্যের একটি লোড ডিসপ্যাচ কেন্দ্রে ম্যালওয়ার ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল মহানগরী।

শেয়ার করতে:

You cannot copy content of this page