১৫% ভাড়া বাড়ছে অ্যাপ ক্যাবের

:- পিনাকী চৌধুরী।। করোনা আবহে আমজনতার রীতিমতো পকেটে টান ! বহু মানুষের কাজ নেই! বস্তুতঃ সংসার চালাতেই যেন হিমসিম খাচ্ছেন মানুষ। আর করোনা আবহে এইবার অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ছে আজ থেকেই। খবরে প্রকাশ , প্রায় ১৫% ভাড়া বাড়ছে অ্যাপ ক্যাবের। আগে যেখানে ১ কিলোমিটার পথ অতিক্রম করতে ১০ টাকা খরচ হত, এখন থেকে সম দূরত্ব অতিক্রম করতে আপনার আমার খরচ হবে ১৪.৭০ টাকা। ওদিকে পেট্রল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে অ্যাপ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ।

বস্তুতঃ গত দেড় মাস যাবৎ রাজ্যে কার্যত লক ডাউন চলছিল, বিধিনিষেধের আওতায় ছিল বেশ কিছু পণ্য পরিবহন । তবে আগামীকাল ১ জুলাই থেকে রাজ্যে আরও কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ৫০% যাত্রী নিয়ে সরকারী ও বেসরকারী বাস , অটোরিকশা ও টোটো চলাচল করতে পারবে। তবে অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির ফলে মধ্যবিত্তের মাথায় হাত ! বিশেষত এ হেন উদ্ভূত পরিস্থিতিতে ।

শেয়ার করতে:

You cannot copy content of this page