world cup football

রাত পোহালেই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল

পিনাকী চৌধুরী

১৮ ডিসেম্বর, রবিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি যুযুধান আর্জেন্টিনা এবং ফ্রান্স । এদিকে কাতারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। অপরদিকে বিশ্ব ফুটবলে পেলের পরেই সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তেইশ বছর বয়সী কিলিয়ান এমবাপে কি টানা দু’টো বিশ্বকাপ জয়ের নজির গড়বে ? এসব নিয়েই তামাম দুনিয়া চর্চা করছে।

ফাইনাল ম্যাচের পোলিশ রেফারি সাইমন খেলা পরিচালনা করবেন। বস্তুতঃ কাতারে ফুটবলের অসাধারণ সৌন্দর্যের সঙ্গে রোমাঞ্চ, নাটকীয়তা ও চমক যেন মিলেমিশে একাকার হয়ে গেছে!

messi

কাতারে অ্যাডিডাসের তৈরি আল রিহলা বল দিয়ে ৬০ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু আল হিলম বল দিয়ে।‌ বলের কাঠামো বা অন্য কোনো বদল আনা হয় নি । শুধুমাত্র বলের নকশায় পরিবর্তন সাধিত হয়েছে ‌। বলে সোনালী আভা ও কিছুটা ত্রিভূজাকৃতি দাগ দেখা যাবে। এই নকশা করা হয়েছে মূলত কাতারের পতাকা, রাজধানী দোহার চারপাশের ঝকমকে মরুভূমি রং থেকে।  অপরদিকে আল রিহলা এর অর্থ হল ভ্রমণ। কাতারের পতাকা, স্থাপত্য এবং সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই বিশেষ বল তৈরি করা হয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page