২১শে জুলাই: ব্যস্ততা তুঙ্গে ধর্মতলার
তৃতীয়পক্ষ ওয়েব-দু বছর ভারচুয়াল ২১শে জুলাই পালনের পর সমাবেশ। ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ নিয়ে ব্যস্ততা তুঙ্গে।
আজ বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে দাবি করছেন তৃণমূল শিবির। সকাল থেকেই আসতে শুরু করেছেন কর্মী থেকে সমর্থকেরা। দুপুর ১২টায় সভা শুরু হবে। ভোর ৪টে থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল কলকাতা পুলিশ। রাত ৯টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।
রাত ৯টা পর্যন্ত যে সমস্ত রাস্তা ওয়ান ওয়ে থাকবে-
আর্মহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী)
বিধান সরণির কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী)
কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী)
ব্রেবন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী)
স্ট্র্যান্ড রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী)
বিবি গাঙ্গুলী স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী)
বেন্টিং স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী)
এছাড়াও নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণী (বি কে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) ইত্যাদি রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে।
এই মুহুর্তে শ্যামবাজার, হাজরা মোড়-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসছে ধর্মতলায়। যান চলাচল স্বাভাবিক রাখতে, মিছিলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৮টি রুট। অন্যান্য বছরের মতো, এবারও মঞ্চ ত্রিস্তরীয়। তবে এবারের স্টেজ কিছুটা বড় করা হয়েছে। ৫০০ জনের বসার ব্যবস্থা থাকছে মূল মঞ্চে।