৯/১১-য় সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বাতিল করল তালিবানরা!
তৃতীয়পক্ষ ওয়েব- মুহুর্ত, দিন ঠিক করেও বাতিল করা হল সরকার ঘোষণা। আজ ১১ সেপ্টেম্বর। ৯/১১-র সেই ঘটনা গোটা বিশ্বের কাছে নাশকতাময় দিন। ২০ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনা’র জন্য দায়ী তালিবান গোষ্ঠী। আর টুইন টাওয়ার ধ্বংসের দিনই ছিল তাঁদের সরকার ঘোষণা করার দিন। তবে সব কিছু ছেড়ে, সেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হল তালিবানরা।
গত ৭ সেপ্টেম্বর তারা অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করে। সেদিনই তারা জানিয়েছিল ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে সরকার গঠনের কথা ঘোষণা করবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না বলে জানিয়েছে তালিবানরা। একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে আপাতত বাতিল করা হয়েছে সেই অনুষ্ঠান। পরে সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে।
এই ঘোষণার নেপথ্যের কারণ হিসেবে ধরা হচ্ছে আন্তর্জাতিক চাপ। ৯/১১র দিনে সরকার গঠনের ঘোষণা হলে সেই অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে রাশিয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে রাশিয়া তালিবান সরকারকে স্বীকৃতি জানিয়েছে। আর তাই রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আনুষ্ঠানিক সরকার ঘোষণার দিনে। রাশিয়া সেই আমন্ত্রণ পত্র গ্রহনও করেছিল। কিন্তু তারিখ জানার পরেই পিছিয়ে আসে রাশিয়া। দোহা শান্তি আলোচনাকারীদের তারা জানায় টুইন টাওয়ার বিস্ফোরণের দিন তালিবানরা সরকারের আনুষ্ঠানিক ঘোষণা করলে তারা শরিক হবেন না। এই অনুষ্ঠানে চিনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে চিন আপত্তি জানায়নি অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে।