তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকা
দিনহাটা,দেবস্মিতা ঘোষ: রবিবার রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে আবার উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি কাশিগঞ্জ ঘাট এলাকা। খবরে জানা গিয়েছে, প্রথমে এক বিজেপি কর্মীকে মারধোর করার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরে পাল্টা তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধোর করা হয় বলে অভিযোগ। কিন্তু, বিজেপির পক্ষ থেকে অবশ্য পাল্টা দাবী করে বলা হয়েছে, তাঁদের দলের কর্মী অজিত মহন্তকে আগে মারধোর করে তৃণমূলের লোকজন।এতে দুই পক্ষের দুজন আহত হয়েছেন। সন্টু বর্মণ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজিত মহন্ত গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
প্রসঙ্গত,শনিবার রাতেই দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অঞ্চল সভাপতির বাড়িতে হামলা ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী জানিয়ে দিনহাটা থানায় অবস্থান বিক্ষোভ করে তৃণমূল।আবার পরেরদিনই একই আক্রমণের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপরেই এলাকার লোকজন প্রতিরোধ গড়ে তোলে। খবর পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে বিক্ষোভও দেখায় বলে জানা গিয়েছে।