অ্যাকুয়ারিয়ামের একটা ছোট্ট গোল্ডফিশ যখন হয়ে ওঠে মাথাব্যথার কারণ

তৃতীয়পক্ষ ওয়েব- আমাদের কারোর কারোর বাড়িতে অ্যাকুরিয়াম আছে। আর অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়াতে গোল্ডফিশের জুড়ি নেই। ছোট্ট দেখতে, কমলা ও সোনালি রঙের এই মাছ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে আকর্ষণীয় এই মাছ যেন খোলা জলে ছাড়া না হয়, সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। প্রাকৃতিক জলাধারের বাস্তুতন্ত্র ঠিক রাখতে শৌখিন মৎস্যপ্রেমীদের জন্য জারি করা হয়েছে এই সতর্কতা।

সম্প্রতি বিবিসির এক খবরে বলা হয়েছে, মিনেসোটার বার্নসভিল শহরের কেলার হ্রদে জরিপ চালানোর সময় অনেক বড় আকারের কয়েকটি গোল্ডফিশ পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় সেসব মাছের ছবি ভাইরাল হয়েছে। কর্তৃপক্ষের দাবি, অ্যাকুয়ারিয়ামের ছোট্ট গোল্ডফিশ হ্রদের মুক্ত পরিবেশে এসে বিশাল আকার ধারণ করেছে।

 


তবে এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মাছ হ্রদের তলদেশের গুল্ম তুলে ফেলছে।যার ফলে পলি ও জলের গুণাগুণ নষ্ট হচ্ছে। হ্রদের বাস্তুতন্ত্রের ক্ষতি করেছে।

আর এই সমস্যার মূলে রয়েছেন শৌখিন মৎস্যপ্রেমীরা। অ্যাকুয়ারিয়ামে গোল্ডফিশের সংখ্যা বেড়ে গেলে অনেকেই বাড়তি মাছ প্রাকৃতিক জলাধারে ছেড়ে দেন। অন্য প্রজাতির মাছ খেয়ে ফুলেফেঁপে ওঠে।

তাই তাঁদের জন্য সতর্কতা জারি করা হয়েছে যে, যাতে তারা এই মাছ জলাধারে না ছেড়ে, কোথাও রাখার ব্যবস্থা করেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page