Omicron:  একের পর এক বাতিলে অনিশ্চয়তা পর্যটন ব্যবসা জুড়ে

তৃতীয়পক্ষ ওয়েব-  ২০২০-২১ সাল জুড়ে করোনা ভাইরাসের জেরে পর্যটন শিল্পে জোর ধাক্কা লেগেছিল। করোনা সংক্রমণকে কাটিয়ে যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল পর্যটন ব্যবসা তখনই ওমিক্রন ভ্যারিয়েন্টের আগমনে ফের পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত। এরমধ্যে ভারতে পর্যটন ব্যবসায় ওমিক্রনের প্রভাব পড়তে শুরু করেছে। গত তিন দিনে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে পাওয়া তথ্যে খবর, বিভিন্ন জায়গায় ভ্রমণের বুকিং ইতিমধ্যেই বাতিল করা শুরু করেছেন পর্যটকরা।

গত বছর পর্যটন শিল্পে ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন ব্যবসায়ীরা। এদিকে সামনেই ছুটির মরসুম। আশায় বুক বেঁধেছিলেন সকলেই। করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টের আগমন তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই দুবাই, ইউরোপ বা আমেরিকা ট্যুরে যায় এই সময়। ব্যবসায়ীরা জানাচ্ছেন, অনেকের বুকিং থাকলেও তারা একে একে বাতিল করছেন।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছিল ক্রমশ। এখনও পর্যন্ত ২ জন করোনা আক্রান্তের শরীরে ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট মিলেছে বলে জানাল স্বাস্থ্য মন্ত্রক। সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লাভ আগরওয়াল। সম্প্রতি ‘ওমিক্রন’ আতঙ্কে নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছিল কেন্দ্রের তরফে। জেনোম সিকোয়েন্সিং-এর ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়। সেই জেনোম সিকোয়েন্সিং-এ দু জনের শরীরে ধরা পড়ল  ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট। ওমিক্রনের কাঁটা কি আবারও পর্যটন শিল্পে থাবা বসাবে, এই নিয়ে বেশ চিন্তিত ব্যবসায়ীরা।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page