selfie CR7

No selfie please: সেলফি-চর্চা সরগরম

তৃতীয়পক্ষ ওয়েব- বিশ্বকাপে নতুন আইন আনল ফিফা। বিশ্বকাপ শেষ হতে আর ৮ ম্যাচ বাকি। তার আগে থেকেই সেলফি নিয়ে সরগরম ফিফা। বিতর্কের কেন্দ্রে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিতর্ক আর রোনাল্ডো যেন সহজাত। বিশ্বকাপের ময়দান হোক বা ম্যাঞ্চেস্টার বিতর্কের শেষ নেই। রোনাল্ডোর শ্লেষাত্মক কথাতেই ফিফা সেলফি আইন আনতে বাধ্য হয়েছে।

স্টেডিয়ামে বেশ কয়েকজন সাংবাদিক প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার সঙ্গে সেলফি তুলছিলেন। তাঁদের মধ্যে বহু সাংবাদিকই রোনাল্ডোর ভক্ত। তাঁদের অনুরোধেই হাসি মুখে সেলফি তোলেন সিআর সেভেন। এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন রোনাল্ডো। সেলফি তোলার পর তিনি মন্তব্য করেন “সাংবাদিকরা এখন সেলফি তোলেন বেশি আর প্রশ্ন করেন কম’’।

তারপরেই নতুন ফতোয়া জারি করতে বাধ্য হয়েছে ফিফা। ফুটবল সংস্থার নতুন নির্দেশিকা অনুযায়ী মিক্সড জোনে ছবি তোলা বা সেলফি তোলা নিষিদ্ধ। এই নতুন নিয়ম ভঙ্গ করলে বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থা ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত ঘানার বিরুদ্ধে পর্তুগালের খেলার পরই মিক্সড জোনে সিআর সেভেনের সেলফি তোলা হয়েছিল। আর তার পরই এই আইন আনার পক্ষে সাওয়াল উঠেছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page