Dire wolf: বিলুপ্ত হয়েও ফিরে আসা যায়! এমনই এক প্রজাতি এঁরা
Dire wolf: বিলুপ্ত হয়েও ফিরে আসা যায়! এমনই এক প্রজাতি এঁরা
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ গেম অফ থ্রোনস্ সিরিজটি দেখেননি এমনটা গুনে গুনে বলা যায়। বিশেষ প্রজাতির এই নেকড়েগুলি ‘ডায়ার উলফ’ নামে পরিচিত। বিজ্ঞানের ছোঁয়ায় হিংস্র প্রকৃতির এই প্রাণীগুলি হারিয়ে গিয়েছিল ১২ হাজার বছর আগে। কিন্তু বিজ্ঞানীরা আবার এই প্রজাতিটিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
প্রাণীর জিনগত পরিবর্তন নিয়ে কাজ করে থাকে টেক্সাসের এই সংস্থা কলোসাল বায়োসায়েন্সেস। কলোসাল বায়োসায়েন্সেসের গবেষকরা বরফ যুগের একটি অংশ পুনরুজ্জীবিত করেছেন। তারা তিনটি নেকড়ে ছানা তৈরি করতে সক্ষম হয়েছেন, যাদের দীর্ঘ-হারিয়ে যাওয়া ভয়ঙ্কর নেকড়েদের সঙ্গে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। ১০ হাজার বছরেরও বেশি সময় আগে উত্তর আমেরিকায় আধিপত্য বিস্তারকারী পৌরাণিক শিকারী ছিল ডায়ার উলফ।
বিজ্ঞানীরা জীবাশ্মের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া প্রাচীন ডিএনএ নিয়ে গবেষণা করেছেন। এর মধ্যে রয়েছে ওহায়োতে আবিষ্কৃত ১৩ হাজার বছরের পুরনো একটি দাঁত এবং আইডাহোতে আবিষ্কৃত ৭২ হাজার বছরের পুরনো একটি খুলির টুকরো। জাদুঘরে সংরক্ষিত এই নমুনাগুলি গবেষকদের জিনগত বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করতে সাহায্য করেছে। বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তির ব্যবহার করে ধূসর নেকড়ের জিনে ২০টি পরিবর্তন করেন। এরপর সেই জিনটিকে কুকুরের ডিম্বাণুর সঙ্গে মিলিয়ে একটি কুকুরের গর্ভে রাখা হয়। এরপরেই জন্ম হয় ডায়ার উলফের মতো দেখতে কুকুর ছানাগুলির।
এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘আপনারা ১০ হাজারেরও বেশি সময় পর বিলুপ্ত হয়ে যাওয়া নেকড়ের ডাক শুনছেন। রমিউলাস এবং রেমুস বিশ্বের প্রথম বিলুপ্তির পথ থেকে ফিরে আসা প্রাণী। যার জন্ম ২০২৪ সালের ১ অক্টোবর’।