সোনম ওয়াংচুক, আবিষ্কার করলেন আর্মিদের জন্য সোলার হিটেড টেন্ট

আপনাদের নিশ্চয়ই পর্দার ফুংসুক ওয়াংরুকে মনে আছে ‘থ্রি ইডিয়েটস’ এর সৌজন্যে। যেখানে আমির খান তাঁর অভিনয় শৈলি দিয়ে একজন বিজ্ঞানীর বিভিন্ন আবিষ্কার তুলে ধরেছিলেন কলেজ জীবনে এবং বড়ো হয়ে। কিন্তু একটু পর্দার বাইরে আসি, সোনম ওয়াংচুক সেই সত্যিকারের মানুষটা, যিনি রিল লাইফের ফুংসুক ওয়াংরুর ইন্সপিরেশন হয়েছিলেন। তাঁর রিয়েল লাইফও কম উত্তেজনা পূর্ণ নয়। লাদাখের ছাত্রদের কাছে তিনি একজন সত্যিকারের গুরুদেব। শিক্ষার পাশাপাশি গুরুত্বও বুঝিয়ে দেন কীভাবে কাজ করতে হয়। তাঁর বানানো আইস স্তুপ থেকে বানানো আর্টিফিসিয়াল গ্লাসিয়ার সবার নজর কেড়েছে।


এখন সোনম ওয়াংচুক কাজ করছেন সেনাদের ছাউনি বানানোর। যা অতিরিক্ত ঠান্ডায় সেনাদের গরম রাখার কাজ করবে। কিছুদিন আগে ১০ জন সেনা সোলার টেন্ট ব্যবহার করেছেন। এতেই সফল হয়েছে সোনম ওয়াংচুকের কাজ।

সেনাদের তরফ থেকে জানানো হয়েছে, এটা খুব সুন্দর ভাবে বহন করা যায়। উঁচু পাহাড়ি এলাকায় ডিউটিতে নিয়ে যাওয়াও সম্ভব এবং সম্পূর্ণ ভারতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি। কয়েক টন কেরোসিনকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে এই টেন্ট।

অনেকেই সোনম ওয়াংচুকের এই কাজকে উৎসাহিত করেছেন। বাহবা জানিয়েছেন তাঁর কাজকে।

শেয়ার করতে:

You cannot copy content of this page