একটুও শরীর দেখানো চলবে না! আফগান মহিলাদের খেলাধূলায় নিষেধাজ্ঞা জারি করল তালিবান

তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক- প্রায় গোটা আফগানিস্তান তালিবানের কবলে। আশরাফ ঘানি সরকারের পতনের পর তৈরি হয়েছে নতুন তালিবান সরকারও। নিষেধাজ্ঞা আগেই শুরু হয়েছিল, তবে এবার সেদেশে মহিলাদের যেকোনও ধরনের খেলায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করল তালিবানরা।

নতুন তালিবান সরকার ক্ষমতায় আসার পরেই এই ফতোয়া জারি করেছে তারা। কট্টরপন্থী ইসলামিক সংগঠনের অফিশিয়াল ওয়েবসাইটে দাবি করা হয়েছে এমনটাই। এক সাক্ষাৎকারে তালিব কালচারাল কমিশনের ডেপুটি প্রধান আহমেদুল্লাহ ওয়াশিক স্পষ্ট জানিয়ে দেন, দেশের মহিলাদের খেলাধুলো করার কোনও দরকার নেই। এটা দেশের সংস্কৃতির পক্ষে একেবারেই গ্রহণযোগ্য নয়।

ক্রিকেট ছাড়াও অন্য যেকোনও খেলার ক্ষেত্রেই মহিলাদের শরীর উন্মুক্ত দেখা যায়। আর তাই কোনও খেলার সঙ্গেই আফগান মহিলাদের যুক্ত থাকার দরকার নেই। তালিবানের কালচারাল কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসি এক বিবৃতিতে এই ফতোয়ার কথা জানায়।

কিছুদিন আগে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নিয়েও ফতোয়া জারি করেছিল তালিবান জঙ্গিগোষ্ঠী। কেবলমাত্র মহিলা শিক্ষকরাই ছাত্রীদের পড়াতে পারবেন। সেটা কোনওভাবে সম্ভব না হলে বয়স্ক শিক্ষক যার চরিত্রে কোনও দাগ নেই, কেবল তিনিই ছাত্রীদের পড়ানোর দায়িত্ব নিতে পারবেন। এছাড়া বেসরকারি আফগান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রীদের সবসময় বোরখা এবং নিকাব পড়তে হবে।

প্রতিশ্রুতি দেওয়া হলেও, নতুন ক্যাবিনেটে কোনও মহিলাকে জায়গা দেওয়া হয়নি। তালিবান সরকারের শীর্ষে থাকছেন মহম্মদ হাসান আখুন্দ। তিনিই হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। আফগানভূমে তালিবান সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে মহম্মদ হাসান আখুন্দ। ডেপুটি প্রধানমন্ত্রী পদে বসছে মোল্লা আবদুর ঘানি বরাদর। তবে সে একাই নয়, দ্বিতীয় ডেপুটি হচ্ছে মৌলবি হানাফি। বিদেশমন্ত্রী হচ্ছে আবাস স্তানিকজাই, প্রতিরক্ষা মন্ত্রী পদে বসছে মোল্লা ইয়াকুব। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সিরাজউদ্দিন হাক্কানি। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর দায়িত্বে মুনির। তবে এটা আপাতত কার্যনির্বাহী ক্যাবিনেট বলে জানিয়েছে তালিবানের মুখপাত্র। এছাড়া দেশের উপ প্রধানমন্ত্রী পদে থাকছেন বরাদর। দ্বিতীয় উপ প্রধানমন্ত্রী হচ্ছেন মৌলবী আবদুল সালাম হানাফি।

শেয়ার করতে:

You cannot copy content of this page