‘পড়াশুনা ডকে উঠে যাবে এবার’, বিস্ফোরক মন্তব্য অনুব্রত মন্ডলের
তৃতীয়পক্ষ ওয়েব- গতকালই রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে রাজ্যে জারি হচ্ছে করোনা বিধিনিষেধ। বলা হয়েছে আপাতত বন্ধ থাকছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ। নবান্ন থেকে এমন নির্দেশিকা জারি হতেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডল বলেন, ‘রাজ্যকে বাঁচানোর জন্য এটা করতেই হবে। বাচ্চাদের করোনা হলে, আরো বেশি সমস্যায় পড়বে। তবে স্কুলে যেভাবে পড়াশুনো হয়, বাড়িতে বসে পড়াশুনা সেভাবে হয় না। আর এতে করে পড়াশুনা সব ডকে উঠে যাবে এবার’।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এরকম মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নবান্ন রবিবার করোনা বিধি নিষেধ জারি করার পর পরই অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের জেরে কিছুটা বিপাকে পড়েছে শাসক দল।
প্রসঙ্গত ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই করোনার কারণে ফের রাজ্যে বিধিনিষেধ জারি করেছে নবান্ন।
নতুন নিয়ম অনুযায়ী-
* * রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকবে বন্ধ।
** সমস্ত বেসরকারি অফিসে ৫০% কর্মী নিয়ে কাজ করা হবে।
** সন্ধ্যা ৭টার পর আর চলবে না লোকাল ট্রেন।
** সেলুন, স্পা, পার্ক, সুইমিং পুল সব থাকবে বন্ধ।
** শপিং মল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
** সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমান বাংলায় অবতরণের অনুমতি পাবে না।
** ৫০ জনের বেশি নিয়ে করা যাবে না সামাজিক অনুষ্ঠান।
** বিদেশ থেকে আসা যাত্রীদের RTPCR পরীক্ষা বাধ্যতামূলক।
** রাত ১০টার পর বন্ধ রাখতে হবে সিনেমা হলগুলো।
** রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।
** একমাস স্থগিত থাকবে দুয়ারে সরকার কর্মসূচি।
** রেস্তরাঁ, বারে ৫০ শতাংশ গ্রাহক প্রবেশের অনুমতি।
** লোকাল ট্রেনেও ৫০% যাত্রী যাতায়াতের অনুমতি।
** সন্ধ্যার পর চাকা গড়াবে না ট্রেনের।
** মাস্ক না পরলে জরিমানা এবং কড়া ব্যবস্থা।
** মুম্বাই, দিল্লি থেকে সপ্তাহে দু’দিন বিমান অবতরণ করতে পারবে।