গলার স্বর বন্ধ! কণ্ঠস্বর হারালেন বাপ্পি লাহিড়ী

তৃতীয়পক্ষ ওয়েব- কথা বন্ধ কিংবদন্তী শিল্পীর। বাড়ছে উদ্বোগ। জল্পনা ছড়িয়ে পড়ছে, যে তিনি কি আর গাইতে পারবেন? গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এমনকি কথা বলতে কষ্ট হতো। গোটা বলিউডে ছড়িয়ে পড়ে বাপ্পি লাহিড়ী স্বর হারিয়েছেন। পাঁচ মাস থেকে তিনি কথা বলছেন না।

করোনা আক্রান্ত হওয়ার কথা শুনেই বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী আমেরিকা থেকে চলে আসেন। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান,  ‘বাবার শরীর খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। তবে যে কথা রটেছে চারদিকে, সেটা ঠিক নয়। এই কথা না বলাটা একেবারেই চিকিৎসার অংশ। চিকিৎসকদের পরামর্শেই বাবা কথা বলছে না। তাঁরা বলেছেন কণ্ঠের বিশ্রাম দিতে। আশা করছি দুর্গাপুজোর আগেই বাবা ঠিক হয়ে যাবেন। এছাড়া, পুজোর সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে গানের রেকর্ডিং রয়েছে বাবার।’

মূলত আশির দশক থেকে বলিউডের সঙ্গীতকে একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন বাপ্পি লাহিড়ী।এক কথায় ডিস্কো গান মানেই বাপ্পি লাহিড়ীর গান। মিঠুন চক্রবর্তী আর বাপ্পি লাহিড়ীর জুটি সেইসময় বলিউডি গানে ইতিহাস তৈরি করেছিল।

কয়েক বছর আগেই ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ‘উ লা লা’ আর ‘গুন্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রি ইয়ার’ গান গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। তবে এই খবর জানতে পেরে শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছে তাঁর অনুরাগীরা।

শেয়ার করতে:

You cannot copy content of this page