Beauty: চুলের স্বাস্থ্য বজায় রাখতে রাতে কীভাবে যত্ন নেবেন

Beauty: চুলের স্বাস্থ্য বজায় রাখতে রাতে কীভাবে যত্ন নেবেন
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ ত্বক সুন্দর রাখতে বিভিন্ন ধরণের জিনিস ব্যবহার করেন প্রত্যেকেই। দিনে-রাতে আলাদা আলাদা। তাহলে চুলের জন্য কেন করবেন না? আজ রইল রাতে চুলের যত্ন নেবেন কীভাবে-
সারাদিন আমাদের ত্বকের উপর দিয়েই নয়, চুলের ওপরও অনেক ধকল যায়। কখনও চুলের নানারকম স্টাইল, কখনও স্ট্রেটনিং, চুলে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট আমরা করে থাকি। এছাড়াও চুলের মধ্যে ঘাম জমা, ময়লা জমা এসব তো আছেই।
রাতে ফিরে আমাদের মতো আমাদের চুলও কিছুটা রিল্যাক্স হতে পারে। সেই সময়ে আমরা যদি চুলকে একটু প্যাম্পার করি, তাহলে চুল কিন্তু পরের দিনের জন্য তৈরি হয়ে যাবে। জেনে নিন –
রুক্ষ চুলের যত্ন
চুল রুক্ষ হওয়া মানেই হলো চুলের ডগা ভাঙা, চুল পড়ে যাওয়া। রুক্ষ চুল থেকেই ড্রাইনেস বাড়ে, আর আপনার চুল হয়ে যায় ড্রাই। রুক্ষ চুল মানেই আর্দ্রতা কম, হাইড্রেশনের অভাব।
এরকম চুলে ময়েশ্চারের জোগান দেওয়া খুব দরকার। সেটি রাতে করলে অনেকক্ষণ চুল সেই ময়েশ্চার পায়। তাই রুক্ষ চুলের যত্নের জন্য রাতে অবশ্যই নারকেল বা আমলকির তেল খানিক গরম করে হাল্কা হাতে চুলে, স্ক্যাল্পে লাগান। তারপর একটি হেয়ার মাস্ক লাগিয়ে নিন। এতে চুল ভালো থাকবে। সকালে শ্যাম্পু করে নিলেই হলো।
তৈলাক্ত চুলের যত্ন
তেলতেলে বা অয়েলি চুল ভালো তখনই থাকবে যখন তার থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হবে না। তাই সারাদিনের পর রাতে এসে অবশ্যই শ্যাম্পু করতে হবে। এতে সারাদিনের ময়লা যেমন স্ক্যাল্প থেকে চলে যাবে, তেমনই অতিরিক্ত সিবাম তৈরি বন্ধ হবে। অবশ্যই পারলে ডাস্ট শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করুন। ডাস্ট শ্যাম্পুর মধ্যে লিকুইড কেমিক্যাল কম থাকে, তাই এটি তেলতেলে চুলের জন্য ভালো।
স্ট্রেইট চুলের যত্ন
এই ধরণের চুলের যত্ন বেশ সহজ। ড্রাই শ্যাম্পু পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে আর ধুতে হয় না। ড্রাই শ্যাম্পু চুলে দিন। তারপর হাল্কা করে চুল ব্রাশ করে নিন। তারপর আলগা ছোট একটা বেনি করে চুল বেঁধে দিন। ব্যাস, পরের দিনের তরতাজা চুলের জন্য আপনি রেডি।
কোঁকড়ানো চুলের যত্ন
রাতে কোঁকড়ানো চুল ভালো করে ব্রাশ করে ছোট ছোট বিনুনি করে রেখে দিন। খুব মোটা বিনুনি করার দরকার নেই। এই বিনুনি কোঁকড়ানো চুলকে মজবুত করে আর কোঁকড়ানো চুল আরও সুন্দর লাগে।
কী কী করবেন না?
১. অপরিষ্কার চুলে ঘুম নয়
২. রাতে চিরুনি মাস্ট
৩. ব্রাশ করুন হাল্কা করে
৪. চুল আলগা রাখুন
৫. বালিশের কভার পরিষ্কার রাখুন

শেয়ার করতে:

You cannot copy content of this page