ত্বক

 রূপটানে হোন শারদসুন্দরী

তৃতীয়পক্ষ ওয়েব- শারদীয়ার আগমনী বার্তা মহালয়ার সকালে বেজে ওঠার সঙ্গে সঙ্গে আপামর বাঙালির মনে অপরিসীম আনন্দের ঢেউ খেলে যায়। এই অপেক্ষা যখন আর হাতেগোনা কয়েক দিনের মধ্যে সীমিত হয়। সকলের সাধ জাগে একটু সেজে উঠতে। নিজের পরিচর্যা করতে।

পুজো আসার সঙ্গে সঙ্গে আমাদের সকলের একটাই লক্ষ্য থাকে স্কিন যেন হয় সুন্দর ও উজ্জ্বল। যে কোনও পোশাকে আপনি হয়ে উঠতে পারেন শারদসুন্দরী। তাই ত্বকের যত্নে কয়েকটি টিপস রইল আপনাদের জন্য-

  • যাঁদের স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক তারা পুজোর আগে মুসুর ডাল বাটা, চন্দন, টকদই দিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট রেখে। ধুয়ে ফেলুন।
  • ত্বক টানটান করতে টোনিং খুব প্রয়োজন। তাই ফ্রিজ থেকে শসা, আঙুর বা তরমুজ বের করে, রস বানিয়ে নিন। এবার ব্যবহার করুন। দিনে দু’বার ব্যবহার করলে ত্বক হবে টানটান।
  • শুষ্ক ত্বকে উজ্জ্বলতা আনতে হলে পাকা পেঁপের নির্যাসের সঙ্গে মধু মিশিয়ে মাখতে হবে।
  • ত্বকে ব্রণ কমাতে, লবঙ্গ ও চন্দন একসঙ্গে বেটে লাগান। দ্রুত ফল পাবেন।

beauty

ত্বকের জন্য ঘরোয়া প্যাক

স্বাভাবিক ত্বকের জন্য পাকা কলা, ভেজানো বাদাম, কমলালেবুর খোসাবাটা, অল্প জাফরান নিন। উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে মুখে ও গলায় মাখুন। ২০ মিনিট রাখার পর ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ধুয়ে নিন।

তৈলাক্ত ত্বকের জন্য

ডিমের হলুদ অংশ, গাজর ও মেহেন্দি পাতা বাটা নিন। এই উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

কাঁচা হলুদ বাটা, চালের গুঁড়ো, কমলার খোসা ও সামান্য মুসুরির ডাল একসঙ্গে মিশিয়ে হালকা মাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে ট্যান দূর হবে, তেলতেলে ভাবও চলে যাবে।

শুষ্ক ত্বকের প্যাক

পাকা কলা ভাল করে চটকে মধুর সঙ্গে মিশিয়ে পাতলা প্রলেপের মতো নিয়ে মুখে লাগিয়ে নিন। ২০ থেকে ৩০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন ব্যবহার করলে ত্বকের ড্রাইনেস চলে যাবে, উজ্জ্বলতা ফিরে আসবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page