বড়সড় দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা, দু’টুকরো পায়ের হাড়
তৃতীয়পক্ষ ওয়েব- গতকাল রাতে চলছিল শুটিং। সেই শুটিং-এর মাঝেই গার্ড ভেঙে ঢুকে পড়ল এক বাইক। বাইকের ধাক্কায় আহত হন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং তাঁর সহ-অভিনেতা গৌরব চক্রবর্তী। গুরুতর জখম হয়ে দুই তারকা ভর্তি স্থানীয় হাসপাতালে। অভিযুক্ত বাইক আরোহীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ খোঁজ চালাচ্ছে।
শুক্রবার রাজারহাটে শ্যুটিং চলছিল ‘মহাভারত মার্ডার্স’ নামে এক ওয়েব সিরিজের। সেখানেই রাত ১১ টা ৩০ নাগাদ শুটিং চলাকালীন এক বাইক আরোহী বেপরোয়াভাবে তাঁদের শুটিং সেটের ভিতরে ঢুকে যায়। বাইকের ধাক্কায় ভেঙে যায় গার্ডও।
শুটিং স্পটে এলোপাথাড়ি ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে যায় বাইকের আরোহী। এই ঘটনায় গুরুতর জখম হন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং তাঁর সহ-অভিনেতা গৌরব চক্রবর্তী। দুজনকেই সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এরপর দুজনকেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে গৌরব চক্রবর্তীর চোট গুরুতর না হলেও, এক্স-রে রিপোর্টে প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে দু-টুকরো হয়ে গেছে। আজ শনিবার অস্ত্রোপচার করা হবে প্রিয়াঙ্কার।