অস্কারের মঞ্চে স্বপ্নভঙ্গ বাঙালি পরিচালকের
তৃতীয়পক্ষ ওয়েব- ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভারতের একমাত্র ভরসা ছিল রিন্টু থমাস ও সুস্মিত ঘোষের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’। শুধুমাত্র এই ভারতীয় ছবিই জায়গা পেয়েছিল অস্কার ২০২২এর মঞ্চে। কিন্তু শেষ রক্ষা হল না। খালি হাতেই ফিরতে হল ভারতীয়দের। সেরা তথ্যচিত্রের পুরস্কার পেল ‘সামার অব সোল’।
এদিকে বিদেশি ছবির বিভাগে জয় ভীমের মনোনয়ন নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। শেষ অবধি মনোনয়ন পায়নি সেই ছবি। প্রতিটি বিভাগের মনোনয়ন ঘোষণা করা হয় তখন দেখা যায় যে ভারতীয় ছবি হিসাবে ডকুমেন্টারি ফিচার বিভাগে শেষ পাঁচে জায়গা করে নিয়েছে দুই ভারতীয় পরিচালকের তৈরি ছবি ‘রাইটিং উইথ ফায়ার’। এক দলিত সাংবাদিকের এক সংবাদপত্র ‘খবর লহরিয়া’ চালু করা ও সেই সংবাদপত্র তিনি কীভাবে এগিয়ে নিয়ে যান সেই নিয়েই চিত্রনাট্যটি। দুই পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ডকুমেন্টারি ফিচার এটি।
তবে অস্কার হাতছাড়া হলেও বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রশংসা কুড়িয়েছে এই তথ্যচিত্র। এখনও অবধি ২০টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘রাইটিং উইথ ফায়ার’। সানডান্স ফিল্ম ফেস্টিভালে জুরি ও অডিয়েন্স দুই বিভাগেই সেরা তথ্যচিত্রের তকমা পেয়েছে এই ছবি। এছাড়া বেলফাস্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ক্র্যাকো ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে ‘রাইটিং উইথ ফায়ার’।