ভূপেন হাজারিকা

গুগলে ডুডলে আজ ভূপেন হাজারিকা জন্মদিন পালন

তৃতীয়পক্ষ ওয়েব- ৮ সেপ্টেম্বর ১৯২৬। প্রখ্যাত সুরকার সঙ্গীত শিল্পী, চিত্র পরিচালক ভূপেন হাজারিকার ৯৬ তম জন্মবার্ষিকী। প্রায় ১০০-রও বেশি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন ভূপেন হাজারিকা। আজ গুগলের পক্ষ থেকে বিশেষ ডুডলে সন্মান জানানো হলো।

গুগলের হোম পেজ খুললেই আজ চোখে পড়ছে একটি সুন্দর গ্রাফিক্স। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। পরনে তাঁর নীল রঙের পাঞ্জাবি। মাথায় কালো টুপি। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন তিনি। আর ছবিতে ক্লিক করলেই খুলছে ভূপেন হাজারিকার পেজটি।

গুগল জানিয়েছে, “শুভ জন্মদিন ভূপেন হাজারিকা, আপনার প্রতিটা গান ও সিনেমা অসমের সংস্কৃতিকে আজও সমৃদ্ধ করে।” মুম্বইয়ের চিত্রশিল্পী রুতুজা মালির চিত্রকর্মটি হাজারিকার প্রতি সম্মান জানিয়ে অসম সিনেমা ও লোকসঙ্গীতকে সমৃদ্ধ করেন।

ব্রহ্মপুত্র নদের পারে ছোটো থেকেই গানের পরিবেশে মানুষ ভূপেন হাজারিকা, তাঁর অসীম প্রতিভা অসমের বিখ্যাত গীতিকার জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ও চিত্র পরিচালক বিষ্ণু প্রসাদ রাভার নজরে পড়েছিলেন। আর এঁদের সাহায্যেই মাত্র ১০ বছর বয়সে তাঁর প্রথম গান রেকর্ড করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি ‘ইন্দ্রমালতী সিনেমা’র দুটি গান “কাসতে কলসী লই” ও “বিশ্ব বিজয়ী নওজয়ান” এই দুটি গান লেখেন ও রেকর্ড করেন।

গুয়াহাটি থেকে বি.এ ও এম এ পাশ করেন তিনি। ১৯৪৬ সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৫২ সালে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচ ডি অর্জন করেন। ড. ভূপেন হাজারিকা তার কন্ঠস্বর ও কোমল ভঙ্গির জন্য বিখ্যাত ছিলেন। তার রচিত গানগুলোতে সামাজিক বা রাজনৈতিক বিষয় উঠে আসত।

ভূপেন হাজারিকা

ভূপেন হাজারিকা এবং তারপর কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশনে পিএইচডি করেন। তিনি তাঁর পড়াশোনা শেষ করেই ভারতে ফিরে আসেন এবং আবারও তাঁর সঙ্গীতের কাজ শুরু করে দেন। মোট ৬ দশকের সঙ্গীত জীবনে তিনি অনেক পুরস্কার পেয়েছেন যেমন সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান, দাদাসাহেব ফালকে সম্মান, পদ্মশ্রী ও পদ্মভূষণ।

২০১১ সালের ৫ নভেম্বর ড. ভূপেন হাজারিকা মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ সেই বিখ্যাত ব্যক্তিকে সম্মান জানিয়ে গুগল ডুডলে প্রকাশ করল বিশেষ গ্রাফিক্স।

শেয়ার করতে:

You cannot copy content of this page