১ টাকার কয়েনে স্বপ্নের বাইক!

তৃতীয়পক্ষ ওয়েব- আমাদের সবার জীবনেই কিছু না কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা আছে। তবে খুব কম মানুষকেই দেখা যায় স্বপ্ন পূরণের রাস্তায় সফল হতে। কারোর ক্ষেত্রে সময় লেগে যায় অনেকটাই। তবে, সম্পূর্ণ নিজের সাহায্যে এই স্বপ্ন পূরণে মেলে অনেকটাই মানসিক প্রশান্তিও।

এছাড়াও, অনেকেই আবার সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে এমন সব কান্ড ঘটিয়ে ফেলেন যা কার্যত চক্ষু চড়কগাছ করতে বাধ্য করে। ছোট থেকেই সালেমের যুবক ভি বুবাথি একটি বাইক কেনার স্বপ্ন দেখেছিলেন। যা সে কিনতে চেয়েছিল নিজের জমানো টাকা দিয়েই।

তবে, এই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক কাঠ-খড় পোড়াতে হয় তাঁকে। যদিও তিনি সফল হন। বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি করে ফেলেছে সে। বাইকের দাম সাধ্যের বাইরে থাকায় একটু একটু করে টাকা জমিয়ে বুবাথি কিনতে সক্ষম হয়েছে তাঁর স্বপ্নের বাইক। দু’ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে তিনি কিনে ফেলেন বাইকটি।

এখানেই রয়েছে এক ট্যুইস্ট। প্রায় দীর্ঘ তিন বছরের চেষ্টায় সে জমিয়ে নেয় নির্ধারিত টাকাটি। দু’লক্ষ ৬০ হাজার টাকাই এক টাকার কয়েন দিয়ে জমিয়ে ফেলে সে। বাইকের শোরুমে গিয়ে এই বিপুল অঙ্কের কয়েনের বিনিময়ে বাইকটি কিনে নেয় বুবাথি।

যে শোরুম থেকে বুবাথি তাঁর স্বপ্নের বাইকটি কেনে, সেখানে এই বিপুল সংখ্যক কয়েন দেখে হতভম্ব হয়ে যান সকলেই। তবে, এইজন্য বুবাথিকে সেখান থেকে ফিরিয়ে দেয়নি কেউই। শোরুমের ম্যানেজার মহাবিক্রান্ত জানিয়েছেন যে, ‘বুবাথির তিন বছরের সঞ্চয় একটা একটা করে গুনতে শোরুমের কর্মীদের প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছে। সবগুলিই ছিল ১ টাকার কয়েন।” নিজের এই স্বপ্ন পূরণে স্বভাবতই খুশি বুবাথি।

শেয়ার করতে:

You cannot copy content of this page