cartoon network

বিদায় নিচ্ছে কার্টুন নেটওয়ার্ক! হারিয়ে যাচ্ছে ছোটবেলাটাও

তৃতীয়পক্ষ ওয়েব- বন্ধ হয়ে যাচ্ছে নব্বুইয়ের দশকের প্রিয় কার্টুন নেটওয়ার্ক। এরকম খবরেই তোলপাড় নেটদুনিয়া। কারণ সম্প্রতি ওয়ার্নার ব্রুস স্টুডিওর তরফ থেকে ঘোষনা করা হয়েছে, কার্টুন নেটওয়ার্ক স্টুডিও এবং ওয়ার্নার ব্রুস মিলে একটি ব্র‍্যান্ড তৈরি হতে চলেছে। শোনার পর থেকেই মন খারাপ দর্শকদের।

সম্প্রতি খবর অনুসারে, ওয়ার্নার ব্রুস সংস্থাটি প্রায় ৮২ জন কর্মী ছাঁটাই করেছে। এরা কেউ অ্যানিমেশনে কাজ করতেন, কেউ স্ক্রিপ্টেড বা আনস্ক্রিপ্টেড অংশে। এবার যে দুই সংস্থা মিশে ব্র‍্যান্ড তৈরি হবে তার নাম হবে ‘ওয়ার্নার ব্রুস’ই  বলে খবর। তবে কি কার্টুন নেটওয়ার্কের ইতি এখানেই?

খবর ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় স্মৃতিচারণের ঢল।  টানা ৩০ বছর পর বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক। সর্বোপরি ফেলে আসা ছোটবেলাকে চিরতরে হারিয়ে ফেলার দুঃখে মন ভারাক্রান্ত সবার।  সোশ‍্যাল মিডিয়া জুড়ে চোখের জলে ভাসছে ‘নাইন্টিস কিডস’।

টম অ্যান্ড জেরি, কারেজ দ‍্য কাওয়ার্ডলি ডগ, দ‍্য পাওয়ারপাফ গার্লস, স্কুবি ডু, ডেক্সারস ল‍্যাবরেটরি, জনি ব্রাভো, পপাই, বেন টেন, সামুরাই জ‍্যাক, পোকেমন, বেইবলেড, লুনি টুনস কি নেই সেই তালিকায়। নাম লিখতে বসলে রাত শেষ হয়ে যাবে।

এর কারণ প্রতিটি কার্টুনের সঙ্গেই জড়িয়ে রয়েছে নস্টালজিয়া, ছোটবেলা তো আর ফিরে আসবে না, কিন্তু এই কার্টুনগুলোই  ছোটবেলায় ফিরে যাওয়ার একমাত্র রাস্তা। সেই রাস্তাটাও এবার বন্ধ হয়ে যেতে বসছে। তাই মন খারাপ সকলের।

ওয়ার্নার ব্রুসের তরফ থেকে যদিও গুজব উড়িয়ে জানানো হয়েছে, কর্মী ছাঁটাই হলে কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে না। চলছে নতুন প্রতিভার খোঁজ। নতুন রূপে, নতুন নামে শুরু হতে পারে চ‍্যানেলটি। কিন্তু এতে কি শৈশবের সেই স্বাদটা ফিরে পাবেনব্বইয়ের বাচ্চারা ?

শেয়ার করতে:

You cannot copy content of this page