Chin: বেজিং অলিম্পিক বয়কট আমেরিকা, অস্ট্রেলিয়ার
তৃতীয়পক্ষ ওয়েব- চীনের বেজিংয়ে ২০২২ সালে হতে চলা শীতকালীন অলিম্পিককে কূটনৈতিক বয়কট করল আমেরিকা। এবার আমেরিকার দেখানো পথে হেঁটে অস্ট্রেলিয়া ও বেজিং অলিম্পিকের কূটনৈতিক বয়কট করার সিদ্ধান্ত নিয়ে চীনকে দিল জোর ঝটকা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বেজিং অলিম্পিকের কূটনৈতিক বহিষ্কারের কথা বলেছেন। এর আগে আমেরিকা চীনের মানবাধিকার উলঙ্ঘনের অভিযোগ তুলে ২০২২ বেজিং অলিম্পিকের কূটনৈতিক বয়কটের কথা ঘোষণা করেছিল।
আমেরিকার এই পদক্ষেপ চীনের জন্য এক কড়া বার্তা বহন করছে। আমেরিকার সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন বলেছেন যে, আমেরিকার এই কূটনৈতিক বহিষ্কার করার ভাবনা অলিম্পিকের ভাবনা লঙ্ঘন করা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন যে আমেরিকান ক্রীড়াবিদরা এই অলিম্পিক গেমসে অংশ নেবে এবং ক্রীড়াবিদদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে, তবে আমরা গেমস সম্পর্কিত বিভিন্ন ইভেন্টে অংশ নেব না। গত কয়েকমাসের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২২ ফেব্রুয়ারিতে চীনের রাজধানী বেজিংয়ে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। সাকি বলেন, ‘চীনের জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতার পরিপ্রেক্ষিতে, মার্কিন কূটনীতিকরা গেমসটিকে স্বাভাবিক ঘটনা হিসাবে বিবেচনা করবেন। আমরা চীন এবং এর বাইরে মানবাধিকারের উন্নয়নে কাজ চালিয়ে যাব।’
মার্কিনের এই সিদ্ধান্তে চীন হুঁশিয়ারি দিয়েছে যে, ওয়াশিংটন ফেব্রুয়ারির শীতকালীন অলিম্পিক গেমস কূটনৈতিক বয়কট করলে বেজিং এর প্রতিশোধ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তা করে থাকে তবে তা হবে রাজনৈতিকভাবে উস্কানিমূলক পদক্ষেপ। অন্যদিকে, ইতালি জানিয়েছে যে তারা বর্তমানে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকের মার্কিন কূটনৈতিক বয়কটের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না।