হল না শেষ রক্ষা! কপ্টার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াত সহ ১৩ জন

তৃতীয়পক্ষ ওয়েব- শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে সেনার তরফ থেকে জানানো হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের বাসভবনে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  এদিন বায়ুসেনার Mi-17V5 বিমানটি ভেঙে পড়ে কুন্নুরের নীলগিরির উপর।  ওই বিমানে সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। সূত্রে খবর, মোট ১৪ জন ছিলেন ওই বিমানে। তাঁদের মধ্যে ১৩ জনই মৃত। ঘটনার খবর পেয়েই রাওয়াতের বাড়িতে যান রাজনাথ সিং। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রীও প্রায় সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করছেন।


ইতিমধ্যেই কুন্নুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জন মৃত হলেও বিপিন রাওয়াত বা তাঁর স্ত্রী কেমন আছেন, তা জানানো হয়নি এখনও। শেষ খবর অনুযায়ী, বিপিন রাওয়াত -কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জানা গিয়েছিল,সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অগ্নিদগ্ধ চপারের নীচ থেকে উদ্ধারকৃত ব্যক্তিদের বেশিরভাগকেই এদিন শনাক্ত করা যায়নি। তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর সূত্রের খবর অনুযায়ী, দুপুরেই তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। কুন্নুর থেকে ৭ কিলোমিটার দূরে একটি টি এস্টেটের মধ্যে ভেঙে পড়েছিল ওই চপারটি।

শেয়ার করতে:

You cannot copy content of this page