Cricket World Cup 2023: আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের এই মজার তথ্য জানেন!
Cricket World Cup 2023: আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের এই মজার তথ্য জানেন!
তৃতীয়পক্ষ ওয়েব ডেস্কঃ বিশ্বকাপের অনেক মজার তথ্যই আমাদের অজানা। ক্রিকেটের ফাইনাল যুদ্ধ শুরু হবার আগে চলুন জেনে নিই অজানা মজাদার তথ্য-
* জানেন ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার জয়ী দল হচ্ছে অস্ট্রেলিয়া৷ ১৯৯৯ থেকে ২০১১ সময়ের মধ্যে টানা ৩৪টি বিশ্বকাপ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া৷ উল্লেখিত সময়ের মধ্যে তিনবার বিশ্বকাপ জয় করেছে এই দেশটি৷ এই সাফল্য অর্জন করতে গিয়ে ১৫টি দলকে হারিয়েছে তারা৷
* পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারের দখলে রয়েছে বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড৷ ২০০৩ সালের বিশ্বকাপের একটি ম্যাচে প্রতি ঘণ্টায় ১০০ মাইল (১৬০ দশমিক নয় কিলোমিটার) গতিতে বল করেন তিনি৷ ক্রিজে তখন ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান নিক নাইট৷
* বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হচ্ছেন নেদারল্যান্ডসের নোলান ক্লার্ক৷ ১৯৯৬ বিশ্বকাপ খেলার সময় তাঁর বয়স ছিল প্রায় ৪৮ বছর৷ আর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হচ্ছেন বাংলাদেশের তালহা জুবায়ের।
* ১৯৮৭ সালের বিশ্বকাপই প্রথম ইংল্যান্ডের (England)বাইরে অনুষ্ঠিত হয়।
* ১৯৯২ সালের বিশ্বকাপেই প্রথম সাদা বল ও রঙিন পোশাকে খেলা হয়। এর আগের বিশ্বকাপগুলোতে লাল বল ও সাদা পোশাকে খেলা হতো।
* ১৯৯৬ সালে ইডেন গার্ডেনসে ভারত (India)বনাম শ্রীলঙ্কা সেমিফাইনালে শচিন টেন্ডুলকারের আউটের পর ভারতের দ্রুত উইকেট পতন হয়ে স্কোর ৯৮/১ থেকে ১২০/৮ হয়ে গেলে দর্শক ক্ষিপ্ত হয়ে গ্যালারিতে আগুন লাগিয়ে দেয় ও মাঠে বোতল ছুঁড়ে ম্যাচ বন্ধ করে দেয়। পরে শ্রীলঙ্কাকে সেই ম্যাচে জয়ী ঘোষণা করা হয়।
* ২০১১ সালের ফাইনালে ওয়াঙ্খেরে স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার (Srilanka)ক্যাপ্টেনদ্বয় মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)ও কুমার সাঙ্গাকারা টস করতে নামলে ম্যাচ রেফারি জেফ ক্রো কয়েন ফ্লিপ করলে প্রথম দফায় ধোনি সাঙ্গাকারার কল শুনতে পান নি বলে দাবী করেন। সাঙ্গাকারা প্রথম দফায় হেড উচ্চারণ করেছেন বলে দাবী করেন ও টসেও হেডই ওঠে। ধোনি শুনতে না পাওয়ায় আবার টস করা হয় এবং ভাগ্যক্রমে সেবারও সাঙ্গাকারা হেড বলেন এবং টসেও হেড ওঠে।