চলছে বুলডোজার! ভাঙা হচ্ছে একাধিক বেআইনি নির্মাণ

তৃতীয়পক্ষ ওয়েব-  দিল্লির জাহাঙ্গীরপুরী বিগত বেশ কয়েক দিনে বিতর্কের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে। একের পর এক বিতর্কিত কাণ্ড কারখানায় বর্তমানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। হনুমান জয়ন্তীতে শোভাযাত্রার উপর পাথর ছোড়া আর গুলি চালানোর অভিযোগ ওঠে কিছুদিন আগেই। ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। এবার সেই জাহাঙ্গীরপুরীতেই অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা শুরু করছে প্রশাসন।

সূত্রের খবর অনুযায়ী, জাহাঙ্গীরপুরী এলাকায় রাস্তার উপর ঠেলা থেকে বস্তি সহ একাধিক বেআইনি নির্মাণ উচ্ছেদের অভিযানে রাস্তায় নামে উত্তর দিল্লি পুর নিগম। পুলিশের ঘেরাটোপের মধ্যেই বুলডোজার দিয়ে উচ্ছেদ চালানো হয় এদিন। খবরটি সামনে আসার পর এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা সংঘর্ষে পরিণত না হয় যাতে, সেই কারণে কর্পোরেশনের পক্ষ থেকে একাধিক পুলিশ মোতায়েন করা হয় সেখানে।

কিছুদিন আগে দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা রাস্তার উপর ‘বেআইনি নির্মাণকারীদের’ বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলার পর পরেই এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার থেকে শুরু হয় সেই বেইআইনি নির্মাণ ভাঙার অভিযান।

শেয়ার করতে:

You cannot copy content of this page