শুষ্ক ত্বকের ফেসপ্যাক
রূপকথা- প্রতিদিনের রুটিন হিসেবে এই ধাপগুলি ফলো করার পাশাপাশি শীতের শুষ্ক দিনে ত্বকের যত্নে আপনাকে নিশ্চিন্ত থাকতে গেলে নিতে হবে একস্ট্রা কেয়ার। এরজন্য প্রয়োজন সপ্তাহে অন্তত দু’দিন ফেসপ্যাক লাগানো। বাড়িতেও আপনার ত্বকের ধরন অনুযায়ী লাগিয়ে নিন উপযুক্ত ফেসপ্যাক।
গোলাপকে বলা হয় ফুলের রানি। এই গোলাপ দিয়ে রূপচর্চা করলে আপনিও রানির মতো সুন্দর হয়ে উঠবেন। গোলাপের পাপড়ির নির্যাস শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বককে করে তোলে কুসুম-কোমল।
কয়েকটি গোলাপের পাপড়ির সঙ্গে দুই থেকে তিন চামচ ওটস এবং দুধ মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। তারপর গোলাপজলে মুখ মুছে নিয়ে ত্বক পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর গোলাপের ফেসপ্যাক লাগান, পনেরো মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।










