উল্টোডাঙ্গা মোটর ট্রেনিং স্কুল থেকে গতকাল উদ্ধার দেড় কোটি
তৃতীয়পক্ষ ওয়েব- কলকাতার উল্টোডাঙা এলাকায় একটি মোটর ট্রেনিং স্কুলে তল্লাশি অভিযান চালিয়ে গতরাতে দেড় কোটি টাকা উদ্ধার করে ইডি কর্তারা। পাশাপাশি উদ্ধার হয়েছে ৭ কোটি টাকার বিট কয়েনও। এদিকে তল্লাশিতে একটি ল্যাপটপ এবং বহু নথিপত্র হাতে এসেছে তদন্তকারীদের। সেই সব নথি এবং ল্যাপটপ থেকে আরও অনেক তথ্য মিলবে বলে আশা তদন্তকারীদের।
এই মোটর ট্রেনিং স্কুলের মালিক উমেন আগরওয়াল। তিনি পলাতক। এই আবহে তাঁর ছেলে রুমেন আগরওয়ালকে আটক করে নিয়ে গিয়েছে ইডি। রুমেনকে আপাতত জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। রুমেনও গোটা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে প্রাথমিক অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তদন্তকারীদের।
কলকাতা পুলিশও আমির খানের কোটি কোটি টাকা ফ্রিজ করেছে। গতকাল রাত আটটা থেকে কলকাতার পার্ক স্ট্রিট উল্টোডাঙ্গা রোড সহ ৩ জায়গায় চলে তল্লাশি ইডির অধিকারীদের। আমির খান কে জিজ্ঞাসা বাদ করে যে তথ্য পায় তার ভিত্তিতে এই তল্লাশি। ইতিমধ্যেই গেমিং অ্যাপ কাণ্ডে ৩২ কোটি টাকা ফ্রিজ করেছে লালবাজার। দেশে ও বিদেশের প্রায় ১৬০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল এই ৩২ কোটি টাকা।