চাকরি

চাকরি দেওয়ার নামে কেলেঙ্কারির অভিযোগ! ভুয়ো নিয়োগপত্র বিলি রাজ্য সরকারের

তৃতীয়পক্ষ ওয়েব- ‘দুয়ারে চাকরি’ এরকমই নাম হাওয়ায় ভাসছে। চাকরি যেন হাতের মুঠোয় রয়েছে। শুধু তিনি বিলিয়ে দিচ্ছেন। পুজোর মধ্যেই হাজার হাজার বেকার ছেলে মেয়েকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কখনও বা মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার দাবি করেন। কথা রেখেছেন তিনি। যুবক যুবতীর হাতে তুলে দিয়েছেন নিয়োগপত্র। তবে জানেন কি সেই নিয়োগপত্রের মূল্য কতটা রয়েছে?

এক জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রকাশিত টেলিফোনের কথোপকথনে উঠে এসেছে সেই তথ্য। অবশ্য তৃতীয়পক্ষ সেই কথোপকথনের সত্যতা যাচাই করেনি।

অভিভাবক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে অফার লেটার পেয়েছি। চিঠিতে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে। ১৪ সেপ্টেম্বর আমাদের যোগাযোগ করতে বলা হয়েছে। ১৩ তারিখ চিঠিটা হাতে পেয়েছি। আপনি কি গুজরাট থেকে বলছেন?

বেদপ্রকাশ সিং: এটা কি আপনার সন্তানের জন্য? না অন্য কেউ?

অভিভাবক: হাঁ, আমার সন্তানের জন্যই।

বেদপ্রকাশ সিং: উনি কী নিয়ে পড়াশোনা করেছেন?

অভিভাবক: ভোকেশনাল করেছে, কম্পিউটার নিয়ে।

বেদপ্রকাশ সিং: দেখুন আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আপনি যে অফার লেটারের কথা বলছেন, সেটি ভুয়ো। আবার বলছি, এটি ভুয়ো। তবে আমি ফানফার্স্ট কোম্পানি থেকেই বলছি। এটা সত্যি। গুজরাটে সুজুকি কোম্পানির সঙ্গে আমাদের আইটিআই নিয়ে প্রশিক্ষণের কর্মসূচি চলে। এটাও ঠিক। গুজরাটে যারা আসে তাদের কাছে এই অফার লেটারই যায়। আমার নামেই যায়। আমার নাম্বারই দেওয়া থাকে। কারণ, আমি এখানকার সেন্টার ম্যানেজার। সবটা ঠিক আছে। কিন্তু আমাদের অফার লেটারকে নিপুণভাবে ‘গলত তরিকা সে’ ব্যবহার করা হয়েছে।

ওই অফার লেটারে যা আছে তাতে ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছিল। সেই ছেলেরা ইতিমধ্যে এসেও গেছে। এখন বাংলা থেকে আমার কাছে সকাল থেকে শুধু ফোনই আসছে।

অভিভাবক: সে তো আসবেই।

বেদপ্রকাশ সিং: আমাদের কোম্পানি ফানফার্স্ট স্কিলার প্রাইভেট লিমিটেড। বহুদিন ধরে স্কিল ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে। আমাদের হেড অফিস মুম্বাই। আমেদাবাদ থেকে ১১০ কিমি দূরে মারুতি সুজুকি কোম্পানির সঙ্গে আমাদের আইটিআই ছেলেদের নিয়ে দু’বছর ধরে কাজ চলছে। আপনি কি আমায় কোন নাম্বার থেকে এই চিঠি পেয়েছেন তা দিতে পারবেন?

অভিভাবক: আমি স্ক্রিনশট তুলে আপনাকে পাঠিয়ে দিচ্ছি।

বেদপ্রকাশ সিং: কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনও ছেলেকে কাজ দেওয়ার কথাই নেই। আমাদের অফার লেটার নিয়ে ভুয়ো করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।

জানা গিয়েছে, ফানফার্স্ট কোম্পানির সেই আধিকারিকের নাম বেদপ্রকাশ সিং। তবে শুধু একজন মাত্র অভিভাবকই নয়, অফার লেটার হাতে পাওয়া শ’খানেক ছাত্রের অভিজ্ঞতা এমনই। এই ভুয়ো অফার লেটার তুলে দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে অন্য কেউ নয়, খোদ রাজ্য সরকারই।

চাকরি

রাত জেগে বিলি করা হয়েছে চাকরির নিয়োগ পত্র। হুগলির নোডাল অফিসে গত মঙ্গলবার এসে পৌছয় তিন হাজারের বেশি চাকরি প্রার্থীর নিয়োগপত্র। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষা বিভাগ থেকে তরুণ তরুণীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে চাকরির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত ১২ সেপ্টেম্বর নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বাসে করে বিভিন্ন জেলা থেকে নিয়ে যাওয়া হয় ছাত্র-ছাত্রীদের। সেখানেও মুখ্যমন্ত্রী তাদের অফার লেটার তুলে দেবেন বলে এমনই বলা হয়।

ইতিমধ্যে হুগলি জেলার ১০৭ জনকে পরে ফোন করে জানানো হয় হুগলি এইচআইটি কলেজ থেকে অফার লেটারটি সংগ্রহ করে নিতে। প্রত্যেকের মোবাইলে একটি পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয় গত মঙ্গলবার। হুগলি ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে অফার লেটার নিতে আসে অনেকেই। সেই চিঠিতে লেখা গুজরাটের মারুতি সুজুকি কোম্পানিতে দুই বছরের আইটিআই প্রোগ্রামে ভেহিকেল টেকনিক্যালের ট্রেনিং দেওয়া হবে। সেখানে এগারো হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়া সেন্টার ফি বহন করবে সুজুকি মোটরস গুজরাট প্রাইভেট লিমিটেড। প্রথমে স্বাস্থ্য পরীক্ষা ও নথি দেখার হবে, এরপর প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। সেই চিঠির নিচে সেন্টার ম্যানেজার হিসাবে বেদপ্রকাশ সিংয়ের নাম ও ফোন নম্বরও দেওয়া হয়।

এরপর সেই নম্বরে ফোন করে প্রার্থীরা জানতে পারে এই প্রশিক্ষণের ব্যাপারটাই ভূয়ো। যেভাবে তাদের চিঠি দেওয়া হয়েছে প্রশিক্ষণের জন্য এভাবে কোনও প্রশিক্ষণ হয় না। তারা গুজরাটে প্রশিক্ষণ দেন, তার জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয় এবং তাদের প্রত্যেকের জন্য আলাদা করে চিঠি কোম্পানির প্যাডে ইস্যু করা হয়। ফানফার্স্টের পক্ষ থেকে সিদ্ধার্থ শংকর জানান যে, গতকাল রাতেই বিষয়টি তারা জানতে পারেন। এই ধরনের কোনও চিঠি তারা ইস্যু করেননি। পশ্চিমবঙ্গ সরকার থেকে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের মেল করে জানানো হয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page