samoaa

এ দেশে স্ত্রী’র জন্মদিন ভুলে গেলেই হাজতবাস! 

তৃতীয়পক্ষ ওয়েব-  আপনি কি স্ত্রী’র জন্মদিন ভুলে যান? আর তারপর হতে হয় নাকানিচোবানি। কাজ থেকে বাড়ি ফিরলেই আর রক্ষে নেই! জানেন কি? ছবির মতো সুন্দর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া ‘মহাপাপ’ হিসেবে ধরা হয়।

প্রিয়জনের জন্মদিন মনে থাকবে না এটা তো হয় না। তবে সম্পর্কটা যদি স্বামী বা স্ত্রী হলে তো আর কোনও কথাই নেই। বিশেষ দিনে সারপ্রাইজ বার্থে ডে পার্টি হোক বা সেরা উপহার, দিনটিকে আরও বিশেষ করে তুলতে অনেকটাই। তবে অফিসের নানাবিধ সমস্যায় বা কাজের চাপে অনেকেই প্রিয়জনের জন্মদিনের কথা ভুলে যান। একটু রাগ-অনুরাগের পালা শেষে মানভঞ্জনেও খুব বেশি সময় লাগে না। তবে আমাদের এই বিশ্বে এমন এক দেশ আছে যেখানে স্ত্রী’র জন্মদিন নিয়ে রীতিমতো আতঙ্কেই থাকেন স্বামীরা। কেউ যদি কোনভাবে একবার স্ত্রী’র জন্মদিন ভুলে যান, ব্যস।  তাঁকে জেলে যেতে হতে পারে। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সামোয়া’তে।

সামোয়ার কোনও নাগরিক স্ত্রী’র জন্মদিন ভুলে গেলেও, যদি দামি উপহার দিয়ে তাঁর মন ভোলাতে পারেন, তবে সে যাত্রায় তার রেহাই মিলবে। আর স্ত্রী যদি একবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন, তবে জেলযাত্রা অনিবার্য।

স্বামী যদি তাঁর ‘গর্হিত’ অপরাধের কথা বুঝতে পারেন এবং অনুতপ্ত হন, তবে জেল থেকে ছাড়া পেলেও পেতে পারেন। আর  যদি দ্বিতীয়বার এই ভুল করেন এবং স্ত্রী যদি পুলিশে অভিযোগ জানায়, তাহলে হাজতবাস আটকায় কে।

শেয়ার করতে:

You cannot copy content of this page